Saturday, August 23, 2025

রামনবমীতেই চোরাবালি বুঝবে বিজেপি: শুভেন্দুর দেড় কোটির পাল্টা কুণাল

Date:

ধর্মীয় ইস্যুতে উস্কানির রাজনীতিই এখন বাংলার বিজেপির সবথেকে বড় ভরসা। রামনবমী নিয়ে রাজ্যে অশান্তির পারদ চড়াতে শুরু করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিজেপির পক্ষ থেকে একের নেতা একেক ধরনের বাণী দিচ্ছেন রামনবমী (Ramnavami) নিয়ে। কার্যত স্পষ্ট ধর্মীয় উৎসব নিয়ে ইস্যু খাঁড়া করার চেষ্টা করলেও আদতে নেতারা নিজেদের ক্ষমতা দেখাতেই ব্যস্ত। এই পরিস্থিতিতে দেড় কোটি মানুষের জমায়েতের শুভেন্দুর ডাককে তীব্র কটাক্ষ রাজ্যের শাসকদলের। কার্যত এই সংখ্যাতেই বাংলায় বিজেপির ভোটব্যাঙ্ক স্পষ্ট, দাবি রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।

রামনবমী (Ramnavami) নিয়ে প্রতি বছরই অশান্তির মূলে বিজেপির উস্কানি কাজ করে। বাংলার মানুষ শান্তিপূর্ণভাবে যে এই ধর্মাচরণ করেন তা নিয়ে কোনও সমস্যা যে শাসকদলের কখনই থাকে না, স্পষ্ট করে দেন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এমনকি মিছিলের অনুমতি নিয়েও কোনও সমস্যা রাজ্য প্রশাসনের তরফ থেকে হয় না, তা স্পষ্ট করতে কুণাল বলেন, মিছিল মানে নিজেদের ইচ্ছামতো হাঁটা নয়। একটা মিছিল যদি পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে কেউ কারো ধর্মীয় আচার মেনে শান্তিপূর্ণভাবে মিছিল করেন কেউ কেন বাধা দিতে যাবেন। এখন কেউ যদি রুট ভেঙে ইচ্ছাকৃত প্ররোচনা দিতে চান, রাজনীতি করতে যান, খবরে থাকার জন্য যান, দলের সভাপতিত্বের চেয়ার পেতে প্রতিযোগিতা করে রামনবমীতে গণ্ডগোল পাকাবার জন্য ব্যবহার করেন তাহলে তা আলাদা। আমরা তা সমর্থন করি না।

তার পরেও প্রতিদিন লোক জমায়েতের ‘তর্জন-গর্জন’ করে বাজার গরম করছেন বিরোধী দলনেতা। বুধবার ফের দেড় কোটি মানুষের জমায়েতের ডাক দেন তিনি। সেখানেই কুণালের কটাক্ষ, বিরোধী দলনেতা (leader of opposition) রামনবমীতে আগে এক কোটি মানুষকে পথে নামার আহ্বান জানিয়েছিলেন। এখন দেড় কোটি বলছেন। প্রথমেই ওনারা স্বীকার করে নিচ্ছেন ওনারা আবেদন করছেন দেড় কোটি মানুষের কাছে। আর সাড়ে নয় কোটি মানুষ যে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) তৃণমূলের কাছেই আছে এটা পরিসংখ্যান দিয়ে আগেই বলে দিচ্ছেন।

আদতে যে দেড় কোটির ভরসায় বিজেপি ২০২৬-এর ভোটের প্রস্তুতি নিচ্ছে তা চোরাবালি বলে দাবি তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদকের। কুণাল ঘোষ বলেন, ওই দেড় কোটিও ওনাদের সঙ্গে নেই। চোরাবালির উপর দাঁড়িয়ে বিজেপি সেটা নির্বাচনে বুঝবে। সাড়ে নয় কোটি যে নেই সেটা এখনই জানে ওরা। ২০২১ সালের নির্বাচনে বিজেপি ভোট পেয়েছিল ২ কোটি আর কিছু সংখ্যক। এখন সেটা দেড় কোটিতে নেমেছে। আদতে সেই সংখ্যাটাও ওদের নেই সেটা ওরা জানে।

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...
Exit mobile version