Thursday, December 4, 2025

মুম্বই ছাড়ার সিদ্ধান্ত যশস্বীর, গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলবেন

Date:

Share post:

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করার পর আইপিএলের মঞ্চেও নজর কেড়েছেন যশস্বী জয়সওয়াল। ২০২৩ সালে আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করার পরেই জাতীয় দলের দরজা খুলে যায় যশস্বীর সামনে। এরপরে ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন।তবে মুম্বইয়ের হয়ে আর খেলতে তাকে খেলতে দেখা যাবে না। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন যশস্বী।মুম্বই ছেড়ে গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলের তরুণ বাঁ-হাতি ব্যাটার। মুম্বই ক্রিকেট সংস্থার কাছে দল পরিবর্তনের জন্য ছাড়পত্র (এনওসি) চেয়েছেন যশস্বী। অর্জুন তেন্ডুলকর, সিদ্ধেশ লাডদের পথে ভারতের তরুণ তারকাও।

অনূর্ধ্ব ১৯ পর্যায় থেকেই মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন যশস্বী। বর্ডার-গাভাসকর সিরিজে সাফল্যের সঙ্গে খেলে ফিরে সম্প্রতি মুম্বই দলের হয়েই রঞ্জি ট্রফির ম্যাচেও নামেন ২২ বছরের তরুণ। জাতীয় দলের খেলা না থাকলে সিনিয়রদেরও ঘরোয়া ক্রিকেটের ম্যাচ খেলা বাধ্যতামূলক করেছে বিসিসিআই। কিন্তু আগামী মরশুম থেকে আর মুম্বইয়ের হয়ে নয়, জয়সওয়ালকে গোয়ার জার্সি পরে খেলতে দেখা যাবে বোর্ডের প্রতিযোগিতায়।

মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তা বলেছেন, ‘‘যশস্বী এনওসি চেয়েছে। ব্যক্তিগত কারণেই ও মুম্বই ছেড়ে গোয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে।’’ উত্তর প্রদেশের ভাদোনি গ্রাম থেকে যশস্বীর মুম্বইয়ে আসার যাত্রাপথে আবেগের সম্পর্ক অনেক গভীর। আজাদ ময়দানে মুসলিম ইউনাইটেড টেন্টে রাত কাটিয়ে কঠিন জীবন সংগ্রামের সঙ্গে যুঝতে হয়েছে তাঁকে। এরপর মেন্টর জ্বালা সিংয়ের হাত ধরে স্বপ্নের উত্থান। স্কুল ক্রিকেটে হ্যারিস শিল্ড থেকে মুম্বইয়ের বিভিন্ন বয়সভিত্তিক দল হয়ে সিনিয়র দলে সুযোগ। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি যশস্বীকে।

 

spot_img

Related articles

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...