Saturday, May 24, 2025

মুম্বই ছাড়ার সিদ্ধান্ত যশস্বীর, গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলবেন

Date:

Share post:

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করার পর আইপিএলের মঞ্চেও নজর কেড়েছেন যশস্বী জয়সওয়াল। ২০২৩ সালে আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করার পরেই জাতীয় দলের দরজা খুলে যায় যশস্বীর সামনে। এরপরে ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন।তবে মুম্বইয়ের হয়ে আর খেলতে তাকে খেলতে দেখা যাবে না। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন যশস্বী।মুম্বই ছেড়ে গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলের তরুণ বাঁ-হাতি ব্যাটার। মুম্বই ক্রিকেট সংস্থার কাছে দল পরিবর্তনের জন্য ছাড়পত্র (এনওসি) চেয়েছেন যশস্বী। অর্জুন তেন্ডুলকর, সিদ্ধেশ লাডদের পথে ভারতের তরুণ তারকাও।

অনূর্ধ্ব ১৯ পর্যায় থেকেই মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন যশস্বী। বর্ডার-গাভাসকর সিরিজে সাফল্যের সঙ্গে খেলে ফিরে সম্প্রতি মুম্বই দলের হয়েই রঞ্জি ট্রফির ম্যাচেও নামেন ২২ বছরের তরুণ। জাতীয় দলের খেলা না থাকলে সিনিয়রদেরও ঘরোয়া ক্রিকেটের ম্যাচ খেলা বাধ্যতামূলক করেছে বিসিসিআই। কিন্তু আগামী মরশুম থেকে আর মুম্বইয়ের হয়ে নয়, জয়সওয়ালকে গোয়ার জার্সি পরে খেলতে দেখা যাবে বোর্ডের প্রতিযোগিতায়।

মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তা বলেছেন, ‘‘যশস্বী এনওসি চেয়েছে। ব্যক্তিগত কারণেই ও মুম্বই ছেড়ে গোয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে।’’ উত্তর প্রদেশের ভাদোনি গ্রাম থেকে যশস্বীর মুম্বইয়ে আসার যাত্রাপথে আবেগের সম্পর্ক অনেক গভীর। আজাদ ময়দানে মুসলিম ইউনাইটেড টেন্টে রাত কাটিয়ে কঠিন জীবন সংগ্রামের সঙ্গে যুঝতে হয়েছে তাঁকে। এরপর মেন্টর জ্বালা সিংয়ের হাত ধরে স্বপ্নের উত্থান। স্কুল ক্রিকেটে হ্যারিস শিল্ড থেকে মুম্বইয়ের বিভিন্ন বয়সভিত্তিক দল হয়ে সিনিয়র দলে সুযোগ। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি যশস্বীকে।

 

spot_img

Related articles

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তালিকা তৈরি: ব্যবস্থা নেওয়ার বার্তা বিদেশমন্ত্রকের

গোটা দেশের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে বসবাসকারী (illegal immigrants) বাংলাদেশি নাগরিকদের তালিকা তৈরি হয়েছে। এবার বাংলাদেশকে...

২৪ ঘণ্টায় ভাগ্য বদল হাভার্ডের! ট্রাম্পের নির্দেশে স্থগিতাদেশ আদালতের 

দেশের সর্বপ্রাচীন বিশ্ববিদ্যালয়ে বিদেশি পড়ুয়াদের ভর্তি আটকে দিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে...

খালি হাতে আসবেন না: রাজ্যে অমিত শাহর সফরের আগে দাবি তৃণমূলের 

রাজ্যে ফের ডেইলি প্যাসেঞ্জারি শুরু হচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্বদের। প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), তারপরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

হাত হারানো ইমতিয়াজ থেকে পা খোয়ানো রাফিয়া: রাজৌরিতে খোঁজ নিলেন তৃণমূল প্রতিনিধিরা

বৃহস্পতিবার গিয়েছিলেন পুঞ্চের হামলার শিকার এলাকাগুলিতে। আর শুক্রবার রাজৌরির (Rajouri) জেলা হাসপাতাল এবং সরকারি মেডিক্যাল কলেজে গিয়ে তৃণমূল...