কলকাতা নাইট রাইডার্স (KKR) আজ মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে। তবে মাঠের লড়াইয়ের বাইরে, কেকেআর শিবিরে পিচ বিতর্ক ও অভ্যন্তরীণ সংঘাত নিয়েও কম আলোচনা হয়নি।
কলকাতার কাছে ফের জঘন্য হার হায়দরাবাদের। ইডেনে ৮০ রানে হারাল কলকাতা।প্রথমে ব্যাট করে শুরুর দিকে চাপে পড়লেও ঘুরে দাঁড়ায় কেকেআর। ৩২ বলে ৫০ করেন রঘুবংশী। ২৭ বলে ৩৮ করেন রাহানে।
রঘুবংশী এবং রাহানের উইকেট হারিয়ে যখন চাপে পড়েছে কেকেআর, তখনই দলের হাল ধরেন ভেঙ্কটেশ আয়ার এবং রিঙ্কু সিং। ১৭ বলে ৩২ করে অপরাজিত থাকেন রিঙ্কু, ভেঙ্কটেশ আয়ার করেন ২৯ বলে ৬০।

এ দিনের ম্যাচ থেকে কেকেআরের প্রাপ্তি দুই মিডল অর্ডার ব্যাটারের ফর্মে ফেরা। কলকাতার ব্যাটিং অর্ডারের দুই গুরুত্বপূর্ণ মুখ বেঙ্কটেশ আয়ার এবং রিঙ্কু সিং রান পাচ্ছিলেন না। এ দিন দু’জনেই রান করলেন। হায়দরাবাদের কোনও বোলারই খুব ভাল বল করতে পারেননি। তার মধ্যেও কিছুটা ভাল বল করলেন মহম্মদ শামি। ২৯ রানে ১ উইকেট বাংলার জোরে বোলারের। জ়িশান আনসারি ২৫ রানে ১ উইকেট নিলেন। ৪৪ রানে ১ উইকেট কামিন্সের। হর্ষল পটেল ১ উইকেট নিলেন ৪৩ রান খরচ করে। ৪ রানে ১ উইকেট কামিন্দু মেন্ডিসের।

ইডেন গার্ডেন্সে (Eden Gardens) দুর্দান্ত পারফরম্যান্সে হায়দরাবাদকে হারিয়ে প্লে-অফের দৌড়ে ফিরে এল কলকাতা নাইট রাইডার্স (KKR)। ঘূর্ণি পিচে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করেই বিশাল জয় তুলে নিল অজিঙ্ক রাহানের দল। ভেঙ্কটেশ আয়ার ও রিঙ্কু সিংয়ের বিধ্বংসী ব্যাটিং, সাথে বৈভব অরোরা ও হর্ষিত রানার আগুন ঝরানো বোলিং—সব মিলিয়ে নিখুঁত পারফরম্যান্স কেকেআরের।

২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাকফুটে চলে যায় হায়দরাবাদ। কেকেআরের আগ্রাসী বোলিংয়ে মাত্র ৭৫ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে বসে তারা! ট্রেভিস হেড (৪), অভিষেক শর্মা (২), ঈশান কিশন (২) দ্রুত সাজঘরে ফেরেন। ক্লাসেনের একার লড়াই: ২১ বলে ৩৩ রান করলেও দলকে টানতে পারেননি। কামিন্সও ব্যর্থ: ১৫ বলে মাত্র ১৪ রান করেন তিনি। বৈভব অরোরা ও হর্ষিত রানার বিধ্বংসী স্পেল।


আরও পড়ুন- ট্রাম্পের নয়া শুল্কের প্রতিক্রিয়া খতিয়ে দেখছে কেন্দ্র


_

_

_

_
_

_

_