Thursday, August 21, 2025

দীর্ঘ বিতর্কের পর বিরোধীদের আপত্তি সত্ত্বেও লোকসভায় পাশ ওয়াকফ সংশোধনী বিল

Date:

দীর্ঘ বিতর্কের পরে বিরোধীদের আপত্তি সত্ত্বেও বুধবার গভীর রাতে লোকসভায় (Loksabha) পাশ হল ওয়াকফ সংশোধনী বিল (Waqf Amendment Bill)।
• পক্ষে ভোট পড়ে ২৮৮টি
• বিপক্ষে ভোট পড়ে ২৩২টি
বৃহস্পতিবার রাজ্যসভায় বিলটি পেশ হবে।

বুধবার কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ‘ওয়াকফ (সংশোধনী) বিল’ পেশ করেন। কিরেন রিজিজুর প্রতিটি বক্তব্যকে পাল্টা জবাব দিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দেন বিলটি কীভাবে অসাংবিধানিক। সেই সঙ্গে বিল এনে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে কীভাবে আঘাত করছে বিজেপি, স্পষ্ট করে দেন তৃণমূল সাংসদ। বিল পেশের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন আরেক তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর অভিযোগ, জেপিসিতে ভিন্নমত প্রকাশ করে বিরোধী সাংসদদের দেওয়া নোটগুলি উপেক্ষা করা হয়েছে বিলে।

সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের অভিযোগ, মেরুকরণের উদ্দেশ্যেই সংশোধিত ওয়াকফ বিল এনেছে কেন্দ্রের মোদি সরকার।

এদিন সংসদে আলোচনায় বিলের (Waqf Amendment Bill) কপি ছিঁড়ে ফেলেন অল ইন্ডিয়া এআইএমআইএম (AIMIM) সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। বিল অসাংবিধানিক বলে দাবি করেন তিনিও।

বুধবার নবান্নে ওয়াকফ বিল নিয়ে প্রসঙ্গে খুব প্রকাশ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”আশা করি শুভ বুদ্ধির উদয় হবে। পার্লামেন্টে আজ ওয়াকফ নিয়ে প্রতিবাদ জানাচ্ছে আমার সংসদের সদস্যরা। কর্ম যার, ধর্ম তার। আমি সব ধর্মকে শ্রদ্ধা করি”।

প্রায় রাত দেড়টা পর্যন্ত বিতর্ক চলে। শেষ পর্যন্ত সংখ্যার জোরে বিলটি পাশ করিয়ে নেয় কেন্দ্রের বিজেপি সরকার। রাজ্যসভায় বৃহস্পতিবার বিলটি পেশ করা হবে।

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version