স্কুল সার্ভিস কমিশনের (SSC) ২০১৬ সালের গোটা নিয়োগ প্যানেলই বাতিল করে সুপ্রিম কোর্ট। বঞ্চিতদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “যাঁরা বঞ্চিত হয়েছেন তাঁদের পাশে ছিলাম-আছি-থাকব”- নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক করে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন, নবান্নে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) ও মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ৭ তারিখ ইন্ডোর স্টেডিয়ামে বঞ্চিত চাকরিহারাদের সমাবেশে থাকবেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, “প্রায় ২৬ হাজার চাকরি, পরিবার পিছু ৫ জন ধরলে প্রায় দেড় লক্ষ মানুষ। আদালতের নির্দেশ ঘিরে তাঁদের মধ্যে হাহাকার নেমে এসেছে। চাকরিহারাদের অনেকে ব্যাঙ্ক থেকে লোন নিয়েছেন। তাঁদেরও সংসার রয়েছে। কারও বাবা-মায়ের চিকিৎসার খরচ রয়েছে। সন্তানরা ভালো স্কুলে পড়ে। এভাবে কয়েকলক্ষ পরিবারকে অচল করে দিল। চাকরিহারাদের পাশে দাঁড়ানোর জন্য যদি বিজেপি আমাকে গ্রেফতারও করে তাহলেও রাজি আছি। ক্যাচ মি ইফ ইউ ক্যান।”

চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “মানসিক চাপ নেবেন না। ধৈর্য্য ধরুন। নিশ্চয়ই সমস্যার সমাধান হবে। যখন বিপদে মানুষের পাশ থেকে সবাই পালিয়ে যায়, তখন কেউ না কেউ আসে তাঁকে রক্ষা করার জন্য। আমি শুনেছি শিক্ষক-শিক্ষিকারা অনেকে ডিপ্রেসেড। ডিপ্রেসনে চলে যাচ্ছেন অনেকে। আমরা চাই না একটাও দুর্ঘটনা ঘটুক। তাই পরিবারগুলির পাশে দাঁড়িয়েছি মানবিকতার স্বার্থে।”

এর পরে মুখ্যমন্ত্রী জানান, “যারা বঞ্চিত হয়েছেন, তাঁরা একটা ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন জাস্টিস পাওয়ার জন্য। শিক্ষামন্ত্রীকে তাঁরা অনুরোধ করেছেন, সকলে মিলে একটা সভা করতে চান। আমি যদি সেখানে থাকি, মুখ্যসচিব, আইনজীবীরাও থাকবেন। আমি তাঁদের কথায় সাড়া দিয়ে ৭ তারিখ ইন্ডোর স্টেডিয়ামে যাব। দুপুর ১২টা ১৫ নাগাদ যাব। শুনতে কোনও আপত্তি নেই। বলব, ধৈর্য হারাবেন না। মানসিক চাপ নেবেন না। কোর্ট বলেছে, সকলকে আবেদন করতে, আবেদন করুন। প্রসেস যখন হবে আমরা তাড়াতাড়ি সমস্যা সমাধানের চেষ্টা করব।”


সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য বৃহত্তর বেঞ্চে যাবে কি না জানতে চাওয়া হলে মুখ্যমন্ত্রী বলেন, সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরও খবর: রায় মানতে পারছি না! বাংলার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার বাম-বিজেপির ষড়যন্ত্র: তীব্র ক্ষোভ মুখ্যমন্ত্রী


–

–

–

–
–
