Monday, August 25, 2025

উত্তর পূর্বের অশান্ত রাজ্যকে শান্ত করতে না পারায় আগেই ইস্তফা দিতে হয়েছিল মনিপুরের মুখ্যমন্ত্রীকে। ফেব্রুয়ারি থেকেই সে রাজ্যে জারি করা হয় রাষ্ট্রপতি শাসন (President’s rule in Manipur)। এবার সরকার বনাম বিরোধী পক্ষের আলোচনা বাদানুবাদের পর অবশেষে লোকসভাতেও (Loksabha) মিললো অনুমোদন। বুধবার গভীর রাতে, মনিপুরে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে সংবিধিবদ্ধ প্রস্তাব গৃহীত হয়েছে লোকসভায়। সেখানে রাষ্ট্রপতি শাসন জারির বিষয়টি অনুমোদন করার কথা উল্লেখ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

ওয়াকফ সংশোধনী বিল (WAQF Bill) নিয়ে বিস্তারিত আলোচনার মাঝেই বুধবার মধ্যরাতে সংসদে মনিপুর প্রসঙ্গ উঠে। কংগ্রেসের সাংসদ শশী থারুর জানান, সাংবিধানিক প্রয়োজনীয়তার কারণেই এই নিয়ে আলোচনা হয়েছে। তৃণমূল সাংসদ সায়নী ঘোষ (Sayani Ghosh) প্রশ্ন তোলেন, উত্তর পূর্বের রাজ্যের অস্থির পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে পারার দায় না নিয়ে কেন রাষ্ট্রপতি শাসনেই বিকল্প খোঁজার চেষ্টা করছে কেন্দ্র? যেভাবে মোদি- শাহদের একাধিক বক্তৃতায় খুব সতর্কভাবে মনিপুর প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার চেষ্টা হয় তা নিয়েও সরব হন যাদবপুরের সাংসদ। প্রায় দু’বছর ধরে মেতেই ও কুকি জনগোষ্ঠীর সংঘর্ষে বিরামহীন হিংসার সাক্ষী থেকেছে মনিপুর (Manipur)। এই নিয়ে ঘরে-বাইরে প্রবল সমালোচনার মধ্যে পড়তে হয় তৎকালীন মুখ্যমন্ত্রী বীরেন সিংকে (Biren Singh)। চাপের মুখে পড়ে ফেব্রুয়ারি মাসে তিনি ইস্তফা দিতে বাধ্য হন। এরপর গত ১৩ ফেব্রুয়ারি ২০২৫ থেকে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। বুধবার অনুমোদনের সিলমোহর দিলে লোকসভা।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version