Sunday, November 9, 2025

বিরাটের চোট, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন?

Date:

বিরাট কোহলির চোট নিয়ে রীতিমতো উদ্বিগ্ন সমর্থকরা। গুজরাট টাইটান্স ম্যাচে আঙুলে চোট পেয়েছেন বিরাট কোহলি। তার এই চোট পাওয়ার পর চাপে পড়ে যান সমর্থকরা। কারণ, বিরাট চোট পেলে শুধু আরসিবি নয়, টিম ইন্ডিয়াও সমস্যায় পড়বে।কিন্তু, কেমন আছেন বিরাট? জানালেন আরসিবি কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। কীভাবে চোট পেলেন বিরাট? গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে দ্বিতীয় ইনিংসের ১২ তম ওভারে চার আটকাতে গিয়ে বিরাট আঙুলে চোট পান।সঙ্গে সঙ্গে মাঠে বসে পড়েন তিনি এবং সেখানেই তার চিকিৎসা শুরু হয়। পরে যদিও তিনি অনুশীলন শুরু করেন এবং ম্যাচের শেষ পর্যন্ত মাঠে ছিলেন। কোচ অবশ্য জানান,‘বিরাটের চোট ঠিক আছে।’

গুজরাট টাইটান্সের বিরুদ্ধে বিরাট মনে রাখার মতো ব্যাটিং করতে পারেননি। ৬ বলে মাত্র ৭ রান করে আউট হন তিনি। চলতি আইপিএলে এই প্রথমবার বিরাট ৪০ রান পার করতে পারলেন না। তিনি আরশাদকে পুল শট মারতে যান, কিন্তু ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়্যার লেগে ক্যাচ দিয়ে বসেন। পরে আরসিবি কোচ অ্যান্ডি ফ্লাওয়ার কোহলির চোট নিয়ে আপডেট দেন। তিনি স্পষ্ট করে দেন যে, মুম্বইয়ের বিরুদ্ধে বিরাটের মাঠে নামতে বিশেষ অসুবিধা হবে না। ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে ফ্লাওয়ার বলেন, ‘বিরাটকে দেখে খারাপ মনে হয়নি। ও ঠিক আছে।’

উল্লেখ্য, আগামী ৭ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চলতি আইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আরসিবি এখনও পর্যন্ত টুর্নামেন্টের ৩টি ম্যাচে মাঠে নেমে ২টি জয় তুলে নিয়েছে।

 

Related articles

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...
Exit mobile version