তিনমাসে কোন পথে ভূতুড়ে এপিকের সমাধান: তৃণমূলের প্রশ্নে নিরুত্তর কমিশন

দেশের গণতন্ত্রের সবথেকে বড় সমস্যার সম্মুখিন বর্তমান মোদির সরকারের জমানার ভারত। আর তার জ্বলন্ত উদাহরণ এপিক দুর্নীতি (duplicate epic scam)। কোনওভাবেই গণতন্ত্রকে মসকরার পর্যায়ে নিয়ে যাওয়া নির্বাচন কমিশনের এপিক দুর্নীতি ইস্যুতে আন্দোলনের পথ থেকে সরে আসবে না তৃণমূল। শুক্রবার দলের সাংসদরা জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাত করে প্রশ্ন তুলেছেন কিভাবে এবং কতদিনের মধ্যে ডুপ্লিকেট এপিক কার্ড (duplicate epic card) সমস্যার সমাধান করবে নির্বাচন কমিশন (ECI)৷

সূত্রের দাবি, মুখ্য নির্বাচন কমিশনার তাদের আশ্বাস দেন তিন মাসের মধ্যে সমাধান করা হবে ডুপ্লিকেট এপিক জনিত সমস্যার৷ সেখানেই তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien) জানতে চান, কেলেঙ্কারির বহরই যখন জানা নেই নির্বাচন কমিশনে, তখন কিভাবে তারা তিন মাসের মধ্যে  এই সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছে? কেন মূল সমস্যা, ভুয়ো এপিকের (Duplicate epic card) সংখ্যা কত, সেই প্রশ্নের সমাধান না করেই আধারের (Aadhaar) সঙ্গে ভোটারের সংযুক্তির দাবি জানানো হচ্ছে, প্রশ্ন তোলা হয় তৃণমূলের পক্ষে। এই প্রশ্নের কোনও উত্তর দিতে পারেনি কমিশন৷

নির্বাচন কমিশনের (ECI) ফুল বেঞ্চের কাছে তৃণমূল সাংসদদের দাবি, এপিক কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণ করে ভূতুড়ে ভোটার সংক্রান্ত মূল সমস্যার কোনও সমাধান হবে না৷  কোনওভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আধার ও ভোটার সংযুক্তিকরণ মেনে নেবে না, সাফ জানান তাঁরা৷

zশুক্রবার নির্বাচন কমিশনের বাইরে থেকে সংসদ ভবন পর্যন্ত পদযাত্রা করেন তৃণমূল সাংসদরা৷ এই পদযাত্রায় সামিল হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার (Rajyasabha) দলনেতা ডেরেক ও’ব্রায়েন, রাজ্যসভার মুখ্য সচেতক নাদিমূল হক, লোকসভার সাংসদ প্রতিমা মন্ডল, মহুয়া মৈত্র, সাজদা আহমেদ, কীর্তি আজাদ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আবু তাহের খান প্রমুখ৷ সংসদ ভবন পরিসরেও একই দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা৷

পাশাপাশি সংসদ ভবন সংলগ্ন বিজয় চকে সাংবাদিক সম্মেলন করেন তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল৷ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, সাংসদ সৌগত রায়, রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে, সামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইক, অসিত মাল, মৌসম নূর সহ অন্যান্যরা৷ এই সাংবাদিক সম্মেলনে তৃণমূল সাংসদ অধ্যাপক সৌগত রায় স্পষ্ট করে দেন,  কিছুতেই আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড যুক্ত করা যাবে না৷  এমন কোনও চেষ্টা হলে আমরা তার বিরোধিতা করবো৷  এই ভাবে নির্বাচনী পদ্ধতিকে ত্রুটিমুক্ত করা যাবে না৷  আমাদের দাবি হল ত্রুটি মুক্ত ভোটার লিস্ট তৈরি করতে হবে কমিশনকে৷