পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মহিলা তথ্যপ্রযুক্তি কর্মী

প্রতীকী ছবি

মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা তথ্যপ্রযুক্তি কর্মী। শনিবার সকালে সল্টলেক (Saltlake) ওয়েবেল মোড়ে ওই তরুণীর মাথার উপর দিয়ে বাসের (Bus) চাকা চলে যায়। হাসপাতালে (Hospital) নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

এদিন সকাল ১০টা নাগাদ ওয়েবেল মোড়ে রাস্তার একপাশ দিয়ে হাঁটছিলেন ওই তরুণী। সেই সময় সাঁতরাগাছি-বারাসত রুটের একটি বাস তাঁকে পিছন থেকে ধাক্কা মারে। বাসের (Bus) চাকা মাথার উপর দিয়ে চলে যায়। স্থানীয় মানুষজন এবং কর্তব্যরত ট্রাফিক পুলিশ রজনী মাহাত নামে ওই তরুণীকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই তরুণী ধাপা মাঠপুকুরের বাসিন্দা। তাঁর দেহ ময়নাতদন্তের জন্যও পাঠানো হয়েছে।

ঘাতক বাসের চালক ও কন্ডাক্টরকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার জুড়ে সেক্টর ফাইভ এলাকায় বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়।