Thursday, August 21, 2025

ক্রীড়া ক্ষেত্রে সাফল্য পেলে তাঁর পাশে দাঁড়াবে কেন্দ্রের সরকার? মোদি সরকারের কাছে এই প্রশ্ন করলে কার্যত কোনও উত্তর যে থাকে না তা স্পষ্ট তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) প্রশ্নের উত্তরে। কেন্দ্রের ক্রীড়া মন্ত্রক (Ministry of Sports) নিজেদেরই তৈরি করা সংগঠনের মধ্যে দায় ঠেলাঠেলি করে আদতে যে ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানোর বিষয়টাই এড়িয়ে যায়, বিশেষত বাংলার ক্ষেত্রে, তা স্পষ্ট খুদে দাবাড়ু অনীশ সরকার (Anish Sarkar)। তৃণমূল রাজ্যসভার সাংসদের প্রশ্নের উত্তরে উঠে এলো ক্রীড়া মন্ত্রকের সেই মনোভাবই।

বাংলার দাবাড়ু মাত্র চার বছর বয়সে ফাইড (Fide) ব়্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে। যা গোটা বিশ্বের কাছে বিস্ময়। আন্তর্জাতিক চেজ ফেডারেশন তাঁকে স্বীকৃতি দিয়েছে। এরপরই ক্রীড়া ক্ষেত্রে ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানোর বড়াই করা মোদির সরকারের কাছে তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) অনীশের পাশে দাঁড়ানো নিয়ে প্রশ্ন করেন।

তৃণমূল সাংসদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya) জানান অনীশ সরকারের কৃতিত্ব সম্পর্কে তিনি জানেন। ফাইড (Fide) ব়্যাঙ্কিং পাওয়া এই খুদে বিস্ময় দাবাড়ুর স্বীকৃতির কথাও জানে ক্রীড়া মন্ত্রক। কিন্তু বাংলার এই কৃতি সন্তানকে কী স্বীকৃতি ক্রীড়া মন্ত্রকের। প্রশ্নের উত্তরে গোল গোল কথা জানিয়েছে ক্রীড়া মন্ত্রক, জানান ঋতব্রত। তিনি জানান, এর থেকেই বোঝা যাচ্ছে অনীশকে নিয়ে কোনও পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের।

সেখানেই ঋতব্রত (Ritabrata Banerjee) প্রশ্ন তোলেন, অনীশ সরকার (Anish Sarkar) বাঙালি বলেই কী কোনও পরিকল্পনা নেই? অনীশ সরকার বাংলার না হয়ে কোনও অন্য রাজ্যের হলে কী কেন্দ্রের সরকার পরিকল্পনা করতেন? চার বছরের ছোট্ট ছেলে ফাইড রেটিং অর্জন করেছে, এটা একটা গর্বের বিষয়। অথচ কেন্দ্রীয় সরকারের প্রশ্নের উত্তর দেখে বোঝা যাচ্ছে এ নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনও ধরনের পরিকল্পনা নেই।

Related articles

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...
Exit mobile version