Sunday, November 2, 2025

খড়গপুর রেল কোয়ার্টার জবরদখল দিলীপের! ‘রামের ইচ্ছা’ কটাক্ষ কুণালের

Date:

রামনবমী নিয়ে অশান্তি তৈরির চেষ্টার মাঝেই ফের বিজেপির দিলীপ ঘোষের দুর্নীতি ফাঁস। এবার রেলের কোয়ার্টার (Railway Bunglow) জবরদখলের অভিযোগ দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিরুদ্ধে। বিজেপি জমানায় রেল ব্যবস্থাকেই জনসাধারণের পরিষেবার থেকে বেশি ব্যক্তিগত পরিষেবার জন্যই ব্যবহার করেছে বিজেপি নেতা মন্ত্রীরা। দিলীপও যে তার ব্যতিক্রম নন তা এখানেই প্রমাণিত। তবে সম্প্রতি রামনবমী (Ramnavami) নিয়ে হাইকোর্টের রায় থেকে মিছিল বের কারকে রামের ইচ্ছা বলে দাবি প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতির। সেই সুরেই তাঁর জবরদখলকেও ‘রামের ইচ্ছা’ কি না, প্রশ্ন তৃণমূলের।

সাধারণত খড়গপুরে রেলের একটি বাংলোতে সেখান গেলে থাকেন দিলীপ ঘোষ। সম্প্রতি সেখানে আদিবাসী সম্প্রদায়ের বিক্ষোভও হয়েছিল। রেলের কর্মী, আধিকারিক বা প্রশাসনিক কোনও পদেই নেই তিনি। তা সত্ত্বেও কীভাবে বাংলোতে (Bunglow) থাকেন, তা নিয়ে বিস্তারিত জানতে রেলকে একটি আরটিআই করা হয়। সেখানেই দেখা যায় বর্তমানে খড়গপুর (Kharagpur) রেল কলোনীর ৬৭৭ নম্বর বাংলোটি (Bunglow) কারো নামে রাখা নেই। শেষ ২০১৯ সালে তুষার কান্তি ঘোষকে দেওয়া হয়েছিল। রেলের যাত্রী পরিষেবা কমিটির সদস্য হিসাবে তাঁকে বাংলোটি দেওয়া হয়। সেই মেয়াদও শেষ হয়ে গিয়েছে ২০২০ সালের মার্চ মাসে।

এরপরেও সেখানেই থাকেন দিলীপ ঘোষ। সেখানেই তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রশ্ন, দিলীপ ঘোষ বলেছেন সবই রামের ইচ্ছায় হয়! তাহলে একটি প্রশ্ন, খড়্গপুরের (Kharagpur) যে বাংলোটিতে দিলীপবাবু গেলে থাকেন, ভগবান রামের ইচ্ছাতেই কি এই জবরদখল? তথ্য বলছে, বাংলোটির (Bunglow) ব্যবহারকারীর মেয়াদ শেষ ২০২০ সালে। তার পাঁচ বছর পরেও দিলীপবাবু ওটা ব্যবহার করছেন কী করে? কারা দখল করে রেখেছে? কেন বিনা অনুমোদনে ব্যবহার চলছে?

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version