Saturday, May 3, 2025

আর্থিক প্রতারণার অভিযোগ, সিপিআইএম মুখ্যমন্ত্রী-কন্যার বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ

Date:

Share post:

বাংলার সুনাম নষ্ট করতে মনগড়া অভিযোগ তুলে রাজনৈতিক ফায়দা লুটতে ব্যস্ত বঙ্গ সিপিআইএম (CPIM)। এদিকে দীর্ঘ সিপিআইএম শাসিত রাজ্যগুলিতে একের পর এক প্রতারণার দায় চাপছে কমরেডদের কাঁধে। এবার বড়সড় শাস্তির মুখে পড়তে চলেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarai Vijayan) কন্যা বীণা টি (Veena T)। কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ জারি হল।

২ কোটি ৭০ লক্ষ টাকা পেমেন্ট সংক্রান্ত প্রতারণায় (financial fraud) অভিযুক্ত পিনারাই বিজয়ন কন্যা বীণা টি (Veena T)। আবার এই সিপিআইএম-ই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বাংলার নামে কুৎসা ও অভিযোগ তোলার চেষ্টা করে। এবার তাদেরই বর্তমান একমাত্র মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কন্যার বিরুদ্ধেই উঠল গুরুতর প্রতারণার অভিযোগ। ইতিমধ্যেই চার্জশিটও ফাইল করা হয়েছে বিজয়নের (Pinarai Vijayan) কন্যার বিরুদ্ধে। চার্জশিট দেওয়া হয়েছে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন (serious fraud investigation) অফিসের পক্ষ থেকে। কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড ফিনান্সিয়াল প্রতারণা মামলায় অভিযুক্ত হিসাবে নাম রয়েছে বীণার।

এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় বাম শাসিত কেরল (Kerala)। মুখ্যমন্ত্রীর কন্যা গুরুতর দুর্নীতিতে জড়িয়ে পড়ায় গভীর অস্বস্তিতে সিপিএম। দলের অভ্যন্তরে ক্ষোভ ও বিরোধিতা শুরু হয়েছে এই অপরাধের। বিরোধীরা তীব্র ভাষায় আক্রমণ করেছে শাসক সিপিএমকে। যদিও মাদুরাইয়ে চলতি পার্টি কংগ্রেস থেকে মহম্মদ সেলিম (Mohammed Selim) দাবি করেন, এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই। আবার পলিটবুরো কো-অর্ডিনেটর প্রকাশ কারাট (Prakash Karat) দাবি করেন, এই ঘটনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এর প্রতিরোধ রাজনৈতিক ও আইনগতভাবেই করা হবে।

মামলায় জানা গিয়েছে, বীণা টি (Veena T) এবং অন্যান্যদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ করার অনুমতি দিয়েছে কেন্দ্রের কর্পোরেট বিষয়ক মন্ত্রক। সিরিয়াস ফ্রড ইনিভেস্টিগেশন অফিসের তথ্য বলছে, কোম্পানিজ অ্যাক্টের ৪৪৭ ধারায় অভিযুক্ত করা হয়েছে বীণাকে। অভিযোগ প্রমাণিত হলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

spot_img

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...