বিনা অনুমতিতে শহরে রামনবমীর পোস্টার! অসন্তোষ প্রকাশ মেয়রের

রবিবার রামনবমী। আর শুক্রবার থেকেই কলকাতা শহরের বিভিন্ন এলাকায় রাস্তার দু’ধারে চোখে পড়ছে রামনবমীর পোস্টার ও পতাকা। বিনা অনুমতিতে কলকাতা পুর-এলাকায় এভাবে পোস্টার-পতাকা লাগানো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মেয়র ফিরহাদ হাকিম।

মেয়রের সাফ বক্তব্য, কলকাতা পুরসভার কাছে এই পোস্টার-পতাকা লাগানোর জন্য কোনও অনুমতি চাওয়া হয়নি। পুরসভাও কোনও অনুমতি দেয়নি। তবে ভগবানের উৎসব, তাই এই পোস্টার-পতাকা খুলে ফেলার পক্ষপাতী নই। তবে অনুমতি ছাড়া পোস্টার-পতাকা লাগালে পুরসভার তা খুলে ফেলার এক্তিয়ার রয়েছে। একইসঙ্গে রামনবমীকে হাতিয়ার করে বিজেপির ধর্মীয় রাজনীতি নিয়েও তীব্র কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী। ফিরহাদ হাকিম জানিয়েছেন, বিরোধী দলনেতা এবং মোদিজির প্রচারের জন্য রামের ছবি লাগছে কেন? রামনবমী নতুন নয়। কয়েকশো বছর ধরে চলছে, আগামী কয়েকশো বছরও চলবে। কিন্তু ভগবান রাম বিজেপির প্রচারের জন্য নয়!

আরও পড়ুন – বাংলাদেশে মৌলবাদীদের কোপে রবীন্দ্র-মূর্তি! কালি লেপে হল নাম বিকৃতি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_