চিংড়িহাটায় হাইটবার ভেঙে বিপত্তি! সিসি ক্যামেরায় নজর পুলিশের

শুক্রবার মধ্যরাতে চিংড়িহাটায় ওভারব্রিজের হাইটবার ভেঙে বিপত্তি। বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। লম্বা গাড়ির লাইন পড়ে যায় ইএম বাইপাসে (EM Bypass)। তদন্ত নেমে সিসিটিভির (CCTV) ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

শুক্রবার রাতে কোনও একটি বড় গাড়ি ধাক্কা মারে চিংড়িহাটা ওভারব্রিজের হাইটবারে (Hightbar)। ধাক্কা মেরেই গাড়িটি পালিয়ে যায়। হাইটবার ভেঙে পড়ে রাস্তায়। আওয়াজ পেয়েই ঘটনাস্থলে পৌঁছোন কর্তব্যরত পুলিশ কর্মীরা। তবে গাড়িটির সন্ধান পাওয়া যায়নি।

এদিকে রাস্তা আটকে যাওয়ায় দীর্ঘক্ষণ যানজটে থমকে যায় ওই এলাকা। পরে হাইটবারটি (Hightbar) সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ। যে গাড়িটি ধাক্কা মেরেছে তার সন্ধানে সিসিটিভি ফুটিত ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।