ইন্ডিয়ান আইডল চ্যাম্পিয়ন মানসী! সোশ্যাল মিডিয়ার গুঞ্জনের মাঝেই শহরে বঙ্গতনয়া 

ইন্ডিয়ান আইডল সিজন- ১৫ – এর (Indian Idol) শুরু থেকে বাঙালি বিচারকের আসনে বসে শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) বারবার বলেছেন তিনি কোনও মহিলা চ্যাম্পিয়ন দেখতে চান। এপিসোড যত এগিয়েছে নজর কেড়েছেন বাংলার এক ঝাঁক প্রতিযোগী। বিতর্ক হয়েছে, কিন্তু নিজেদের অসামান্য দক্ষতার প্রমাণ দিয়েছে এ রাজ্যের প্রতিভারা। শেষমেষ চ্যাম্পিয়ন কি তবে বঙ্গকন্যা মানসী ঘোষ (Manasi Ghosh)? শুটিং শেষ হয়ে গেলেও গ্র্যান্ড ফিনালের টেলিকাস্ট হয়নি। তার আগেই শহরে ফিরলেন গায়িকা। সম্ভাব্য চ্যাম্পিয়নের নাম নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় আলোচনা, এখন দ্বিতীয় স্থানাধিকারী হিসেবে শুভজিৎ চক্রবর্তীর নামও শোনা যাচ্ছে। তিনিও পা রাখলেন কলকাতা বিমানবন্দরে। দুজনের ঘরে ফেরার মুহূর্ত নেট পাড়ায় বেশ ভাইরাল।

ইন্ডিয়ান আইডলের প্রথম দুই স্থান অর্জন করতে চলেছেন বাঙালি দুই শিল্পী, সেটিও নজির বটে। যদিও সবটাই আপাতত ‘ সম্ভাব্য’ বলে বিভিন্ন জায়গায় প্রচার করা হচ্ছে। গানের রিয়ালিটি শো কে জিতবেন? দমদম পাইকপাড়ার মেয়ে মানসী ঘোষ নাকি খড়গপুরের ছেলে শুভজিৎ চক্রবর্তী? নেটিজেনদের নানা মত। ইন্ডিয়ান আইডল সিজন ১৫-এর টপ ৬ ফাইনালিস্টদের মধ্যে তিনজনই বাঙালি। দিন দুই আগেই তিন বাঙালি ফাইনালিস্ট মানসী ঘোষ, শুভজিৎ চক্রবর্তী ও প্রিয়াংশু দত্তকে একটি ছবিতে দেখা যায়। তিনজনের প্লেনের ভিতরের ছবি মানসী ঘোষ শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। মানসী ও শুভজিৎ পাশাপাশি বসে। পাশে দাঁড়িয়ে ভিকট্রি সাইন দেখাচ্ছেন প্রিয়াংশু। ছবিটি তোলা হয়েছে প্লেনের ভিতরে। এবার সেরা ছয়ে রয়েছেন শুভজিৎ চক্রবর্তী, মানসী ঘোষ, প্রিয়াংশু দত্ত, স্নেহা শঙ্কর, চৈতন্য দেবাদে ও অনিরুদ্ধ সুসওয়ারাম। সুপার সিঙ্গার সিজন ৩-এর (Super Singer Season 3) দ্বিতীয় স্থানাধিকারী মানসী। এবার ইন্ডিয়ান আইডলের মঞ্চে স্বপ্নপূরণের লক্ষ্যে মানসী। শুভজিৎ নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবার কাছেই প্রাথমিকভাবে গান শেখা। শুভজিৎ ইতিমধ্যেই ‘মোস্ট ভার্সাটাইল’-এর খেতাব পেয়েছেন শ্রেয়া ঘোষালের থেকে।

আরও পড়ুন – চিকিৎসার জন্য আর রাজ্যের বাইরে না: প্রতিশ্রুতি বেসরকারি হাসপাতাল সংগঠনের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_