Tuesday, December 16, 2025

রামনবমীতে কলকাতায় ৫৯টি মিছিল! রাজ্যজুড়ে বিশেষ দায়িত্বে ২৯ IPS, চলবে ড্রোনে নজরদারি

Date:

Share post:

সুষ্ঠুভাবে রামনবমী পালনে তৎপর প্রশাসন। কলকাতা ও আশপাশের এলাকা মিলিয়ে প্রায় ৫৯টি মিছিল বেরোবে বলে জানা গিয়েছে। অনুমতি ছাড়া কোথাও রামনবমীর মিছিল (Rally) যাতে না হয় সেদিকে বিশেষ নজর রাখছে প্রশাসন। রবিবার, রাজ্যজুড়ে এলাকাভিত্তিক নজরদারি চালাতে ২৯ জন IPS অফিসারকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। ড্রোনে নজরদারি চালাবে পুলিশ (Police)। বেআইনি মিছিল করলে কড়া পদক্ষেপ করবে প্রশাসন।

রামনবমীর আগে থেকেই জেলায় জেলায় পুলিশের টহল এবং নাকা চেকিং চলছে। হাওড়া রুরাল, চন্দননগর, ব্যারাকপুর, আসানসোল, মালদহ, শিলিগুড়ি, কোচবিহার, ইসলামপুর-সহ বিভিন্ন এলাকায় ২৯ জন আইপিএসকে ৫ থেকে ৭ এপ্রিল পর্যন্ত বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট দিয়ে উস্কানি দেওয়ার হতে পারে। এ বিষয়ে আগেই সতর্ক করেছেন রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। একইসঙ্গেই তাঁদের আবেদন, কোথাও কোনও অশান্তির খবর পেলে সঙ্গে সঙ্গে থানায় জানান।

জেলা শহরগুলির পাশাপাশি রামনবমীর আগে শনিবার সকাল থেকে কলকাতা শহরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manoj Verma, CP)। বড়বাজার, পার্কসার্কাস, গার্ডেনরিচ, মেটিয়াবুরুজ, কাশীপুর-সহ বিভিন্ন এলাকার সুরক্ষা ব্যবস্থা ঘুরে দেখেন তিনি। সঙ্গে ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। রামনবমীতে শহরে একাধিক ছোট-বড় মিছিল রয়েছে। সেই মিছিলগুলি যাতে নির্ধারিত রুটেই হয়, তা আরও একবার মনে করিয়ে দেন নগরপাল। মিছিলের জন্য যাতে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয়, সেদিকেও জোর দেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, শোভাযাত্রায় অস্ত্রের ব্যবহার নিয়ে হাইকোর্ট কড়া নিষেধাজ্ঞা জারি করেছে। কলকাতা পুলিশও সেই গাইডলাইন অনুসরণ করবে। প্রতিটি থানা ও ডিভিশনের ডিআরও, ব্যাটেলিয়নকে প্রস্তুত থাকতে লালবাজারের তরফে জারি করা নির্দেশিকায় জারি করা হয়েছে।

পুলিশ (Police) সূত্রে খবর, কলকাতার উত্তর থেকে শুরু করে দক্ষিণ, মধ্য সব জায়গায় রামনবমীর মিছিল বেরবে। নিরাপত্তা রক্ষায় প্রায় সাড়ে তিন থেকে চার হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। পুলিশ কমিশনারের নির্দেশ, মিছিলে থাকা পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীদের শরীরে ‘প্রোটেকটিভ গিয়ার’ রাখতে হবে। আকাশপথে ড্রোনের মাধ্যমে মিছিলগুলির উপর নজর করা হবে। মিছিলের সমনে ও পিছনে হাঁটবে পুলিশ। থাকবে পুলিশের গাড়ি। মিছিল যাওয়ার রাস্তাগুলির আশপাশের রাস্তাতেও থাকবে পুলিশের টহল।

রামনবমীর দিন মিছিল করা নিয়ে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি হাওড়ায় দুটি সংগঠনের শোভাযাত্রায় শর্ত সাপেক্ষে অনুমতি দেন। সেখানে মিছিল করার বেশ কিছু শর্ত দিয়েছে হাইকোর্ট। সেই শর্ত মেনেই যাতে মিছিল হয় সেদিকে কড়া নজর পুলিশ প্রশাসনের।

 

spot_img

Related articles

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...