Thursday, August 21, 2025

পন্থের সঙ্গে খোশমেজাজে গোয়েঙ্কা, হার্দিকের উপর চটে লাল আম্বানি পুত্র!

Date:

এক ম্যাচের জয় – পরাজয় কত দ্রুত বদলে দিতে পারে মাঠের বাইরের ছবি, সেটা শুক্রবার একানা স্টেডিয়ামে LSG বনাম MI ম্যাচের পরেই বোঝা গেল। ঘরের মাঠে প্রথম ম্যাচ হেরে নিজের দলের দামি ক্যাপ্টেনের প্রতি যতটা অগ্নিশর্মা ছিলেন LSG মালিক সঞ্জীব গোয়েঙ্কা, ঠিক ততটাই ভিন্ন ছবি ধরা পড়ল শুক্রবার ম্যাচের পর। খারাপ ব্যাটিং দশা চলা সত্ত্বেও মুম্বই ইন্ডিয়ান্সকে টানটান ম্যাচে হারানোর কারণে ঋষভ পন্থের (Rishav Panth) সঙ্গে বেশ খোশমেজাজেই গল্প করতে দেখা গেল গোয়েঙ্কাকে। অন্যদিকে MI অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার উপর রেগে লাল আকাশ আম্বানি (Akash Ambani)। ম্যাচের শেষের দিকে তো নীতা আম্বানিকে আর দেখাই গেল না।

২০০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করা সহজ ছিল না। কিন্তু সূর্যকুমার কঠিন টার্গেটকেও নিজের স্টাইলে সহজ করে দিয়েছিলেন। কিন্তু তিনি আউট হওয়ার পর আর কিছুই যেন করে উঠতে পারলেন না মুম্বই প্লেয়াররা। তিলকের ঝাঁঝালো ব্যাটিং দেখা গেল না, খেলা শেষ হওয়ার আগেই তাঁকে সরিয়ে দিলেন ক্যাপ্টেন। আবার হার্দিকের নিজের ব্যাটও ঝলসে উঠল না। শেষ ওভারের প্রথম বলে ছয় হাঁকান হার্দিক। কিন্তু তারপর আর বড় রান আসেনি। এর মধ্যে তৃতীয় ও চতুর্থ বলে এক রান করে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু হার্দিক রান না নিয়ে নিজেই ব্যাট করার সিদ্ধান্ত নেন। কিন্তু দায়িত্ব পালন করতে পারলেন কই? তিলক বর্মাকে বসিয়ে দেওয়া নিয়েও একপ্রস্থ বিতর্ক হয়েছে। শেষ ওভারে আকাশ আম্বানির অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছিল তিনি কতটা বিরক্ত হয়েছেন। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে মুম্বাই টিমের দায়িত্ব দেওয়ার পর থেকে MI যে খুব একটা ভালো কিছু করে উঠতে পারিনি, এবারের আইপিএলে তা বেশ স্পষ্ট করেই বোঝা যাচ্ছে।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version