Friday, December 19, 2025

সমর্থকদের জন্য জিততে চান, গোলের সুযোগ নষ্ট হওয়াই মোলিনার চিন্তা

Date:

Share post:

সোমবার যুবভারতীতে জামশেদপুর এফসির বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট(MBSG)। খালিদের দলের বিরুদ্ধে এই ম্যাচে অন্তত ২ গোলের ব্যাবধানে জিততেই হবে হোসে মোলিনার দলকে। সেভাবেই শেষ মুহূর্তের ছক কষছেন তিনি। তবে সেই ম্যাচে নামার আগে হোসে মোলিনার মুখে সমর্থকদেরই কথা। জামশেদপুরে(Jamshedpur Fc) ঘটা সেই ঘটনার কথাই উঠে এল এদিনের সাংবাদিক সম্মেলনে। ঘরের মাঠে জয় শুধু নয়, ফাইনালে গিয়ে সমর্থকদেরই লড়াইটা জেতাতে চান মোহনহাগানের তারকা কোচ।

সোমবারের ম্যাচে নামার আগে হোসে মোলিনা(Jose Molina) জানান, “আমরা সব ম্যাচেই সমর্থকদের জন্য লড়াই করি। জামশেদপুরের ওই ঘটনাটা অবশ্যই আমাদের বাড়তি মোটিভেশন দিচ্ছে। সমর্থকদের জন্য লড়াইটা জিততেই হবে। যুবভারতীতে অগুন্তী সমর্থকও থাকবে”।

প্রথম লেগের ম্যাচে বারবার সুযোগ পেলেও সেগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারেনি মোহনবাগান(MBSG)। পিছিয়ে থেকে ম্যাচে সমতা ফেরালেও শেষরক্ষা করতে পারেনি হোসে মোলিনার(Jose Molina) দল। এবার ঘরের মাঠে নামছে। গোলের সুযোগগুলো কাজে না লাগাতে পারাটা নিয়ে যে সবুজ-মেরুন কোচও বেশ চিন্তিত তা সাংবাদিক সম্মেলনেই স্পষ্ট। খানিকটা ঘুরিয়ে ফিরিয়ে উত্তর দিলেও, সেই ভুল থেকে শিক্ষা নিয়েই এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইছে মোহনবাগান। খালিদের বিরুদ্ধে নামার আগে গোলের সুযোগ পেয়েও কেন সেগুলো কাজে লাগাতে পারছেন না তারা, সেদিকেই বাড়তি নজর রয়েছে হোসে মোলিনার।

তিনি জানিয়েছেন, “হ্যাঁ আগের ম্যাচে বেশকিছু ভাল সুযোগ কাজে লাগাতে পারিনি আমরা। সেগুলো নিয়েই এই মুহূর্তে কাজ চলছে। সোমবারের ম্যাচটা আমাদের কাছে একেবারে মাস্টউইন ম্যাচ”।

এই প্রসঙ্গে অনেকটাএকই সুর জেমি ম্যাকলরেনের(Jamie Maclaren) গলাতেও। তিনিও বলছেন, “যেভাবে আমরা গত ম্যাচে সুযোগ নষ্ট করেছিলাম, সেটা যাতে আর না হয় সেদিকেই আমাদের নজর রয়েছে। এই ম্যাচে আরও সুযোগ যাতে তৈরি করা যায় সেভাবেই তৈরি হচ্ছি আমরা”।

জামশেদপুরের বিরুদ্ধে সোমবারের যুবভারতী(YVBK) স্টেডিয়াম যে কানায় কানায় ভক্তি থাকবে তা বেশ ভালোভাবেই জানা আছে মোলিনা থেকে গোটা মোহনবাগান শিবিরের। শেষ মুহূর্তের প্রস্তুতিতে নিজেদের ভুল ভ্রান্তিগুলোই শুধরে নিতে চাইছে সবুজ-মেরুণ ব্রিগেড। অন্যদিকে প্রতিপক্ষ শিবিরে রয়েছে জাভি হার্নান্ডেজ।

তিনি মাঠে আসার পর বারবারই খেলা ঘুরিয়ে দিয়েছেন। বিশেষ করে গত ম্যাচ। হোসে মোলিনা মুখে তাঁকে নিয়ে না ভাববার কথা বললেও, “জাভি যে ম্যাচে প্রভাব ফেলে তা কিন্তু মেনে নিচ্ছেন। মোলিনা এই প্রসঙ্গে বলেন, জাভি অবশ্যই একন ভালো ফুটবলার। তবে এই মুহূর্তে ওকে নিয়ে আমি ভাবছি না। আমি আমার দল নিয়েই সবচেয়ে বেশি ভাবছি”।

এসবের পাশাপাশি আরেকটা জিনিস নিয়ে এই মুহূর্তে মোহন জনতা সবচেয়ে বেশি চিন্তিত। আপুইয়া(Apuia) এবং মণবীর সিং(Manvir Singh) মাঠে নামতে পারবেন কিনা। তবে আগের থেকে এখন অনেকটাই সুস্থ এই দুই ফুটবলার। তবে তারা প্রথম থেকে খেলতে পারবেন কিনা সেটা সোমবার সকালেই ঠিক করবেন কোচ। তবে শোনাযাচ্ছে পরের দিকে হলেও নাকি নামার সম্ভাবনা রয়েছে তাদের।

খালিদের(Khalid Jamil) অতিরক্ষণাত্মক ছক এবার বারবারই চ্যালেঞ্জের মুখে ফেলেছে অন্যান্য কোচদের। প্রথম লেগে মোলিনাকেও আটকে দিয়েছিলেন তিনি। এবার মোলিনা ঘরের মাঠে বাজিমাত করতে পারেন কিনা সেটাই দেখার।

spot_img

Related articles

দু-মলাটে প্রকাশ হল তৃণমূল সরকারের দেড় দশকের রিপোর্ট কার্ড ‘উন্নয়নের পাঁচালি’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উদ্বোধন করেছিলেন আগেই। শুক্রবার বই আকারে প্রকাশিত হল তৃণমূল সরকারের (TMC Government) দেড়...

৬০ কোটির কেলেঙ্কারির ঝামেলায় আবারও নাম জুড়লো শিল্পা শেট্টির

শিল্পা শেট্টির বাড়িতে তল্লাশি! ৬০ কোটির কেলেঙ্কারির অভিযোগে ক্ষুব্ধ অভিনেত্রী বললেন, “আমি নির্দোষ”। ৬০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির...

একসঙ্গে মাধ্যমিক পরীক্ষা ও ভোটার তালিকা সংশোধন চললে সমস্যা: কমিশনকে চিঠি পর্ষদের

মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে আয়োজনের স্বার্থে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার কাজের সময়সূচি ও দায়িত্ব বণ্টন নিয়ে নির্বাচন...

বেটিং-চক্রে বেআইনি লেনদেনের অভিযোগ! মিমি-অঙ্কুশ-সহ একাধিক তারকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডি-র

অবৈধ বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় মিমি চক্রবর্তী (Mimi Chakraboty) ও অঙ্কুশ হাজরার (Ankush Hazra) সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্স...