Thursday, August 21, 2025

বাংলাকে অগ্রাহ্য, কেরলেই আস্থা CPIM-এর: সাধারণ সম্পাদক হচ্ছেন এম এ বেবি

Date:

ফের দক্ষিণের লবিতেই আস্থা সিপিআইএম পলিট ব্যুরোর (Polit Bureau)। বঙ্গ সিপিআইএমের আপত্তি উড়িয়ে কেরালা থেকেই নির্বাচিত হতে চলেছেন পরবর্তী সাধারণ সম্পাদক। পলিটব্যুরো সদস্য ও কেরালা সিপিআইএমের সবথেকে বর্ষীয়ান নেতাকেই গোটা দেশে সিপিআইএম-কে পরিচালনার জন্য বেছে নিল কেন্দ্রীয় নেতৃত্ব। বাংলায় সিপিআইএম-কে (CPIM) যারা শূন্য থেকে মহাশূন্যের দিকে নামতে বাধ্য করেছে, তাঁদের উপর যে কেন্দ্রীয় নেতৃত্বেরও আস্থা নেই, তা সম্পাদক নির্বাচনে সিদ্ধান্তে প্রমাণিত।

চলতি সিপিআইএম পার্টি কংগ্রেসে কেরালার বর্ষীয়ান নেতা এম এ বেবির নাম সম্পাদক হিসাবে প্রস্তাব করেন পলিট ব্যুরোর সদস্য প্রকাশ কারাট (Prakash Karat)। তাতেই পলিট ব্যুরোর (Polit Bureau) অধিকাংশ নেতৃত্ব সম্মতি জানান বলে জানা যায় দলীয় সূত্রে। যদিও বঙ্গ সিপিএমের পছন্দ ছিল মহারাষ্ট্রের অশোক ধাওলে। তাঁর পক্ষে ছিলেন বাংলার সিপিআইএম সম্পাদক মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, নীলোৎপল বসু ও রামচন্দ্র ডোম। তবে সেই নামে কেন্দ্রীয় কমিটি সম্মতি জানালো না।

রবিবারই শেষ হচ্ছে সিপিআইএমের ২৪ তম দলীয় সম্মেলন। সীতারাম ইয়েচুরির উত্তরসূরি হিসাবে এম এ বেবি সাধারণ সম্পাদক হওয়ায় কেরালা থেকে দ্বিতীয় সিপিআইএম নেতা হিসাবে সাধারণ সম্পাদক হলেন তিনি। এসএফআই-এর (SFI) প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক থেকে ২০১২ সালে পলিট ব্যুরোর (Polit Bureau) সদস্য হওয়া বেবির উপরই আস্থা রাখল কেন্দ্রীয় কমিটি। সিদ্ধান্তে শিলমোহর পড়ে গেলেও দলের নিয়ম অনুযায়ী রবিবারের পার্টি কংগ্রেস শেষ হওয়ার পরেই ঘোষণা হল সাধারণ সম্পাদকের নাম। তখনই স্পষ্ট হয়ে যাবে বাংলার সেলিম বাহিনীর পথ কোনওভাবেই তুষ্ট করতে পারছে না সিপিআইএমের কেন্দ্রীয় নেতৃত্বকেও (Central Committee)।

এবারের সম্মেলন শেষে পলিট ব্যুরো (Polit Bureau) থেকে বিদায় নিচ্ছেন দেশের একাধিক শীর্ষস্থানীয় সিপিআইএম নেতা-নেত্রী। তার মধ্যে রয়েছেন প্রকাশ কারাট, বৃন্দা কারাট, মানিক সরকার, সুভাষিনী আলি, সূর্যকান্ত মিশ্র। নতুনভাবে যাঁরা পলিটব্যুরোর সদস্য হতে চলেছেন তার মধ্যে বাংলা থেকে থাকার সম্ভাবনা শ্রীদীপ ভট্টাচার্যের।

Related articles

এক মলাটে কলকাতার দুর্গোৎসবের চার শতকের ইতিহাস

বাংলায় দুর্গাপুজোর সূচনা ১৬০৬ সালে রাজা কংস নারায়ণের হাত ধরে। পরে ১৮৩২ সালে কাশিমবাজারের রাজা হরিনাথ কলকাতায় সর্বজনীন...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...
Exit mobile version