Tuesday, August 12, 2025

রাহুল ম্যাজিকে জয়ের হ্যাটট্রিক দিল্লির, ঘরের মাঠে রাজস্থানের বিরুদ্ধে হার পাঞ্জাবের

Date:

Share post:

বাবা হওয়ার পরই মাঠে নেমে নিজের ম্যাজিক দেখালেন দিল্লি ক্যাপিটালসের (DC) নতুন সদস্য কে এল রাহুল (KL Rahul)। গত বছর পর্যন্ত গোয়েঙ্কার দলের জার্সিতে তাকে দেখা গেলেও এবারে দল বদলেছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই নিজের দক্ষতা আর যোগ্যতা প্রমাণ করতে শুরু করেছিলেন ভালোভাবে। তবু সমালোচনা থামেনি। এবার চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ৫১ বলে ৭৭ রানে সমালোচকদের জবাব দিলেন রাহুল। চেন্নাই সুপার কিংসকে (CSK) হারিয়ে পরপর তিন ম্যাচের জয় নিয়ে তালিকার শীর্ষে DC।

হলুদ জার্সিওয়ালাদের ঘরের মাঠে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। অভিষেক পোড়েল (Abhishek Porel) নেমে ঝোড়ো গতিতে শুরু করেন। তবে বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। জাডেজার বলে তেত্রিশ রানে আউট হয় তিনি। হাল ধরতে হয় রাহুলকে (KL Rahul)। চলতি মরশুমে প্রথমবারের মতো ওপেন করতে নেমেছিলেন উইকেট কিপার ব্যাটার। নিজের পারফরমেন্সে বুঝিয়ে দিলেন কেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর তাঁর উপর আস্থা রাখেন। দিল্লির বিরুদ্ধে ১৮৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান করে চেন্নাই। হারের হ্যাটট্রিক সিএসকের।

শনিবার সন্ধ্যায় ভোরের মাঠে রাজস্থান রয়্যালসের (RR ) কাছে হেরে যেতে হলো শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংসকে (PBKS)। রিয়ান পরাগ নয় বরং অধিনায়কত্ব সামলেছেন সঞ্জু সামলেছেন। স্বমহিমায় ক্যাপ্টেনের কামব্যাকের সেলিব্রেশনে লাগলো জয়ের তিলক। টস জিতে চোখ বন্ধ করে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় PBKS। রাজস্থানের হয়ে অর্ধশতরান করেন যশস্বী। লাকি ফার্গুসনের বলে ৩৮ রানে আউট হন সঞ্জু। তিন নম্বরে নেমে রিয়ান পরাগ মারমুখী ব্যাটিং শুরু করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান করে রাজস্থান। চণ্ডীগড়ের এই মাঠে আইপিএলে এটিই সর্বাধিক রান। তাই দ্বিতীয় ব্যাট করে এই রান চেজ করা যথেষ্ট কঠিন ছিল। হলও তাই। দ্রুত দলের প্রথম সারির নির্ভরযোগ্য ব্যাটাররা প্যাভিলিয়নে ফিরতেই বোঝা গেল ঘরের মাঠে শেষ হাসি হাসতে পারবেন না প্রীতি জিন্টা (Preeti Zinta) । শেষ পাঁচ ওভারে জিততে পাঞ্জাবের দরকার ছিল ৭৫ রান। রাজস্থানের অভিজ্ঞ বোলারদের সামনে বিশেষ কিছু করে পারল না শ্রেয়সের (Shreyash Iyer) দল। ৫০ রানে হেরে মাঠ ছাড়ল PBKS। কমেন্টেটররা ততক্ষণে বলতে শুরু করে দিয়েছেন, আইপিএলে যেখানে প্রথমে ব্যাট করে জেতা প্রায় অসম্ভব, শনিবার সেখানে দু’টি ম্যাচই জিতল প্রথমে ব্যাট করা দল। এজন্যই বোধহয় বলে ক্রিকেট অনিশ্চয়তার খেলা।

 

spot_img

Related articles

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...