Friday, May 23, 2025

২০২৭ বিশ্বকাপে হার্দিককে অধিনায়ক দেখতে চান কপিল

Date:

Share post:

২০২৭ সাল পর্যন্ত কি রোহিত শর্মা(Rohit Sharma) ভারতের সাদা বলের ফর্ম্যাটের অধিনায়ক থাকতে পারবেন? এই নিয়ে এই মুহূর্তে নানান হিসাব নিকাশ চলছে। এমন পরিস্থিতিতেই ২০২৭ সালের বিশ্বকাপের জন্য ভারতীয় দলের অধিনায়ক বেছে নিলেন কপিল দেব(Kapil Dev)। আর সেই তালিকায় রোহিত শর্মাও নেই। আবার এইমুহূর্তে ভারতের টি টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবও সেই তালিকায় নেই। ১৯৮৩ বিশ্বকাপ জয়ী অধিনায়কের পছন্দের ব্যক্তি কিন্তু হার্দিক পাণ্ডিয়া।

একসময় ভারতীয় দলের সহ অধিনায়কের দায়িত্ব হার্দিক পাণ্ডিয়ার(Hardik Pandya) কাঁধে উঠলেও পরবর্তীতে সেই দায়িত্ব থেকে তাঁকে অব্যহতি দেওয়া হয়েছে। শুভম গিলকেই(Shubman Gill) এইমুহূর্তে ওডিআই ফর্ম্যাটে রোহিত শর্মার ডেপুটি করা হয়েছে। অন্যদিকে হার্দিককে টি টোয়েন্টি অধিনায়ক হিসাবে একসময় ভাবা হলেও, সেই জায়গায় সূর্যকুমার যাদবের হাতেই দায়িত্ব তুলে দিয়েছে বিসিসিআই(BCCI)। এই মুহূর্তে শুধু আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সেরই(Mumbai Indians) অধিনায়কের দায়িত্বে রয়েছেন হার্দিক পাণ্ডিয়া।

কিন্তু কপিল দেবের(Kapil Dev) মতে একমাত্র হার্দিক পাণ্ডিয়ারই নাকি এই মুহূর্তে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার দক্ষতা রয়েছে। হার্দিকের তারুণ্যের কারণেই তাঁকে অধিনায়র হিসাবে দেখছেন ভারতের ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

একই অনুষ্ঠানে কপিল দেব জানিয়েছেন, “আমার মতে হার্দিক পাণ্ডিয়াই হল ভারতের সাদা বলের অধিনায়ক। সেখানে অনেকেই রয়েছেন দাবীদার হিসাবে, তবে আমার মতে হার্দিকই(Hardik Pandya) ভারতীয় দলের অধিনায়ক হওয়ার জন্য আদর্শ। হার্দিক পাণ্ডিয়া তরুণ ক্রিকেটার এবং আগামী আইসিসি(ICC) ইভেন্টগুলোর জন্য নিজের মতোদল গঠন করে নেওয়ার দক্ষতা রয়েছে হার্দিক পাণ্ডিয়ার”।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি(Champions Trophy) জয়ী ভারতীয় দলের সদস্যও ছিলেন হার্দিক পাণ্ডিয়া। তবে সেখানে তাঁর ব্যাট থেকে রানের ঝড় অবশ্য দেখা যায়নি। এখনও পর্যন্ত এবারের আইপিএলেও চার ম্যাচে হার্দিকের তেমন বড় রান নেই। এতকিছুর মধ্যেই হার্দিক পাণ্ডিয়াই কপিল দেবের অন্যতম প্রধান পছন্দ।

spot_img

Related articles

সেনা-বিএনপির চাপ, এবার পদত্যাগের ইচ্ছাপ্রকাশ ইউনূসের!

পদ্মাপাড়ে ফের পালাবদলের ইঙ্গিত? এবার নাকি পদত্যাগ করতে চলেছেন বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূস (Muhammad...

‘দেশদ্রোহী’ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়! বিদেশি পড়ুয়াদের ভর্তিতে নিষেধাজ্ঞা ট্রাম্পের!

বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে (Harvard University) আর পড়াশুনা করতে পারবেন না বিদেশিরা। নয়া নির্দেশ ট্রাম্প প্রশাসনের (Donald...

ক্যালিফোর্নিয়ায় বিমান দুর্ঘটনা, রাস্তায় আছড়ে পড়ল প্লেন! একাধিকের মৃত্যুর আশঙ্কা

আকাশ থেকে বিমান হুড়মুড়িয়ে আছড়ে পড়লো রাস্তায়। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে বিমান থেকে জ্বালানির অংশ ছিটকে...

প্রযোজক-পরিচালকের অজান্তেই ‘চুরি’ আস্ত বাংলা সিনেমা! অভিযোগ দায়ের লালবাজারে

বাংলা বিনোদন জগতে (Bengali Entertainment industry) একি কাণ্ড, পরিচালক বা প্রযোজককে না জানিয়ে একটা গোটা বাংলা সিনেমা (Bengali...