Friday, December 19, 2025

আইপিএলের মাঝেই নতুন ভূমিকায় বরুণ চক্রবর্তী, সোশ্যাল মিডিয়ায় হৈচৈ

Date:

Share post:

আইপিএলের মাঝেই কি ক্রিকেট ছেড়ে দিলেন বরুণ চক্রবর্তী? হ্যাঁ ইনস্টাগ্রামে একটা ছবি দেখার পর সেই কথা সকলে ভাবতেই পারেন। সোশ্যাল মিডিয়া জুড়ে বরুণ চক্রবর্তীর(Varun Chakravarthy) একটা ছবিই সারাদিন ঘুরপাক খাচ্ছে। কয়েকদিন আগেই নাইট রাইডার্সের(KKR) জার্সিতে যাঁকে নানান স্পিনের জাদু প্রদর্শন করতে দেখা গিয়েছিল, সেই বরুণ চক্রবর্তীই এবার আর্কিটেক্টের পোশাকে। রীতিমত কাজের ব্যস্ততাতেই দেখা গেল তাঁকে। বরুণকে নিয়েই এখন সরগরম নেট পাড়া।

প্রথম দর্শনে অনেকেই সেই ছবি দেখে ভেবেছিলেন তিনি হয়ত কোনও বিজ্ঞাপন শুটিং করতে গিয়েছেন। কিন্তু আসলে ব্যাপারটা একেবারেই তেমন নয়। তাঁর এক ক্লায়েন্টের বাড়ি দেখতেই গিয়েছিলেন বরুণ চক্রবর্তী। ক্রিকেটার হওয়ার পাশাপাশি তাঁর আরও একটা পরিচয় কিন্তু রয়েছে। বরুণ চক্রবর্তী একজন আর্কিটেক্ট(Architect)। বাইশগজের পিচে তিনি যেমন তাঁর স্পিন দিয়ে নানান আর্কিটেকচার করেন। তেমনই বড় কোনও স্থাপত্যের আর্কিটেকচার হিসাবেও বরুণ অত্যন্ত দক্ষ।

ইডেন গার্ডেন্সে(Eden Gardens) এরপর লখনউ সুপার জায়ান্টসের(LSG) বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স(KKR)। ইডেনের পিচে বরুণ চক্রবর্তী যে কেকেআরের অন্যতম প্রধান অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না। আগামী ৮ এপ্রিল ঋষভ পন্থদের(Rishabh Pant) বিরুদ্ধে সেই ম্যাচে নামবে কলকাতা নাইট রাইডার্স। হাতে কয়েকটা দিন সময় রয়েছে। সেই ফাঁকেই চেন্নাই উড়ে গিয়েছিলেন বরুণ চক্রবর্তী। এক ক্লায়েন্টের নির্মাণ কাজ দেখতেই গিয়েছিলেন তিনি।

ক্রিকেটের বাইশগজে তাঁর উথ্থান হওয়ার আগে দু বছর আর্কিটেক্ট হিসাবে এক সংস্থায় চাকরি করতেন বরুণ চক্রবর্তী। এরপরই আইপিএলের(IPL) মঞ্চে নিজের সেরা পারফরম্যান্স দেখিয়ে উথ্থান এই মিস্ট্রি স্পিনারের। সেই থেকে আর পিছনে ফিরে তাঁকাতে হয়নি বরুণ চক্রবর্তীকে(Varun Chakravarthy)। এবার ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি(Champions Trophy) চ্যাম্পিয়ন হওয়ার পিছনেও বরুণ চক্রবর্তী ছিলেন অন্যতম প্রধান কারিগড়।

ক্রিকেটের মঞ্চে বড় জায়গায় পৌঁছলেও নিজের শিকরটা এখনও ভোলেননি। ক্রিকেটার হলেও, তিনি যে একজন আর্কিটেক্ট সেই কথাটা বরুণ এখনও মনে রেখেছেন। সেই কারণেই তো আইপিএলের মতো লিগ চলার মাঝেও এক ক্লায়েন্টের নির্মাণ কাজ দেখতে চলে গিয়েছেন বরুণ চক্রবর্তী।

spot_img

Related articles

দু-মলাটে প্রকাশ হল তৃণমূল সরকারের দেড় দশকের রিপোর্ট কার্ড ‘উন্নয়নের পাঁচালি’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উদ্বোধন করেছিলেন আগেই। শুক্রবার বই আকারে প্রকাশিত হল তৃণমূল সরকারের (TMC Government) দেড়...

৬০ কোটির কেলেঙ্কারির ঝামেলায় আবারও নাম জুড়লো শিল্পা শেট্টির

শিল্পা শেট্টির বাড়িতে তল্লাশি! ৬০ কোটির কেলেঙ্কারির অভিযোগে ক্ষুব্ধ অভিনেত্রী বললেন, “আমি নির্দোষ”। ৬০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির...

একসঙ্গে মাধ্যমিক পরীক্ষা ও ভোটার তালিকা সংশোধন চললে সমস্যা: কমিশনকে চিঠি পর্ষদের

মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে আয়োজনের স্বার্থে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার কাজের সময়সূচি ও দায়িত্ব বণ্টন নিয়ে নির্বাচন...

বেটিং-চক্রে বেআইনি লেনদেনের অভিযোগ! মিমি-অঙ্কুশ-সহ একাধিক তারকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডি-র

অবৈধ বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় মিমি চক্রবর্তী (Mimi Chakraboty) ও অঙ্কুশ হাজরার (Ankush Hazra) সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্স...