Friday, January 30, 2026

আইপিএলের মাঝেই নতুন ভূমিকায় বরুণ চক্রবর্তী, সোশ্যাল মিডিয়ায় হৈচৈ

Date:

Share post:

আইপিএলের মাঝেই কি ক্রিকেট ছেড়ে দিলেন বরুণ চক্রবর্তী? হ্যাঁ ইনস্টাগ্রামে একটা ছবি দেখার পর সেই কথা সকলে ভাবতেই পারেন। সোশ্যাল মিডিয়া জুড়ে বরুণ চক্রবর্তীর(Varun Chakravarthy) একটা ছবিই সারাদিন ঘুরপাক খাচ্ছে। কয়েকদিন আগেই নাইট রাইডার্সের(KKR) জার্সিতে যাঁকে নানান স্পিনের জাদু প্রদর্শন করতে দেখা গিয়েছিল, সেই বরুণ চক্রবর্তীই এবার আর্কিটেক্টের পোশাকে। রীতিমত কাজের ব্যস্ততাতেই দেখা গেল তাঁকে। বরুণকে নিয়েই এখন সরগরম নেট পাড়া।

প্রথম দর্শনে অনেকেই সেই ছবি দেখে ভেবেছিলেন তিনি হয়ত কোনও বিজ্ঞাপন শুটিং করতে গিয়েছেন। কিন্তু আসলে ব্যাপারটা একেবারেই তেমন নয়। তাঁর এক ক্লায়েন্টের বাড়ি দেখতেই গিয়েছিলেন বরুণ চক্রবর্তী। ক্রিকেটার হওয়ার পাশাপাশি তাঁর আরও একটা পরিচয় কিন্তু রয়েছে। বরুণ চক্রবর্তী একজন আর্কিটেক্ট(Architect)। বাইশগজের পিচে তিনি যেমন তাঁর স্পিন দিয়ে নানান আর্কিটেকচার করেন। তেমনই বড় কোনও স্থাপত্যের আর্কিটেকচার হিসাবেও বরুণ অত্যন্ত দক্ষ।

ইডেন গার্ডেন্সে(Eden Gardens) এরপর লখনউ সুপার জায়ান্টসের(LSG) বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স(KKR)। ইডেনের পিচে বরুণ চক্রবর্তী যে কেকেআরের অন্যতম প্রধান অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না। আগামী ৮ এপ্রিল ঋষভ পন্থদের(Rishabh Pant) বিরুদ্ধে সেই ম্যাচে নামবে কলকাতা নাইট রাইডার্স। হাতে কয়েকটা দিন সময় রয়েছে। সেই ফাঁকেই চেন্নাই উড়ে গিয়েছিলেন বরুণ চক্রবর্তী। এক ক্লায়েন্টের নির্মাণ কাজ দেখতেই গিয়েছিলেন তিনি।

ক্রিকেটের বাইশগজে তাঁর উথ্থান হওয়ার আগে দু বছর আর্কিটেক্ট হিসাবে এক সংস্থায় চাকরি করতেন বরুণ চক্রবর্তী। এরপরই আইপিএলের(IPL) মঞ্চে নিজের সেরা পারফরম্যান্স দেখিয়ে উথ্থান এই মিস্ট্রি স্পিনারের। সেই থেকে আর পিছনে ফিরে তাঁকাতে হয়নি বরুণ চক্রবর্তীকে(Varun Chakravarthy)। এবার ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি(Champions Trophy) চ্যাম্পিয়ন হওয়ার পিছনেও বরুণ চক্রবর্তী ছিলেন অন্যতম প্রধান কারিগড়।

ক্রিকেটের মঞ্চে বড় জায়গায় পৌঁছলেও নিজের শিকরটা এখনও ভোলেননি। ক্রিকেটার হলেও, তিনি যে একজন আর্কিটেক্ট সেই কথাটা বরুণ এখনও মনে রেখেছেন। সেই কারণেই তো আইপিএলের মতো লিগ চলার মাঝেও এক ক্লায়েন্টের নির্মাণ কাজ দেখতে চলে গিয়েছেন বরুণ চক্রবর্তী।

spot_img

Related articles

সঞ্জুর নিরাপত্তরক্ষী সূর্য! পদ্মনাভস্বামী মন্দিরে পুজো দিলেন রিঙ্কুরা

ভারত বনাম নিউজিল্যান্ডের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি শনিবার তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হবে। তার আগে কেরলের শ্রী পদ্মনাভস্বামী মন্দিরে(Padmanabhaswamy...

অজিত পাওয়ারের জায়গায় কি স্ত্রী সুনেত্রা? মহারাষ্ট্রের রাজনীতিতে জোর জল্পনা

মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের (Ajit Pawar)। তবে,  রাজনীতিতে কোনও স্থানই শূন্য থাকে না। সূত্রের...

জবাবদিহি নাপসন্দ! গোপনীয়তার দোহাই দিয়ে কোপ RTI আইনে

RTI আইনের মূল উদ্দেশ্য ছিল স্বচ্ছতা, দায়বদ্ধতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করা। কিন্তু মোদি সরকারের জবাবদিহি নাপসন্দ। মেহুল...

টি২০ বিশ্বকাপে সেরা চার দল কারা? জেনে নিন দাদার পছন্দ

টি২০ বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ৮ দিন। বিশ্বকাপ নিয়ে নানা মুণির নানা মত। আসন্ন মেগা ইভেন্টে নিজের...