Monday, November 3, 2025

লাশের উপর সিমপ্যাথির মার্কেটিং! মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া যোগ্য চাকরিহারাদের

Date:

রাজ্যের রাম বাম নেতাদের চক্রান্তে একের পর এক মামলা নিয়োগ প্রক্রিয়ায় বারবার সেই সত্য প্রমাণিত হয়েছে এসএসসিতে (SSC) চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকারাও তা স্পষ্টতেই বুঝে গিয়েছেন রবিবার শহীদ মিনারে সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ের পর প্রথমবার জমায়েত করেন তারা আর সেখান থেকে বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা চাকরি হারানো শিক্ষকদের তারা জানান মুখ্যমন্ত্রর  ডাকা সভায় উপস্থিত থাকবেন তাঁরা।

রবিবার শহীদ মিনারে জমায়েত করেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা। তাঁরা স্পষ্ট দাবি করেন, এই রায়ের পর সব রাজনৈতিক দল মরাকান্না কাঁদছে। আমার লাশের উপর দাঁড়িয়ে সিমপ্যাথির (sympathy) মার্কেটিং (marketting) করছে।

আদালতের রায় নিয়ে তাদের প্রশ্ন, বিরোধী শিবিরের রাজনৈতিক দলগুলিকেও দেখেছি। দিলীপ ঘোষ আজই বলেছেন, রায় পুনর্বিবেচনা হওয়া উচিত। নেতা হওয়ার আগে মামলায় যুক্ত ছিলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি বলেছেন বাঁচানোর রাস্তা আছে। সিপিএম-ও (CPIM) বলেছে অন্যায় হয়েছে। অন্যায় হয়েছে বলেছে শাসকদলও। অন্যায় হয়েছে বলছেন যখন, তার মানে রায়ের বিরুদ্ধেই বলছেন। আদালতের বিরুদ্ধে নয়, রায়ের বিরুদ্ধে বলছি। কারণ যে বিষয় নিয়ে আলোচনাই হল না, তা নিয়ে রায় হয় কী করে?

সেই সঙ্গে সোমবারের নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সমাধানের পথ খোঁজার বৈঠকে যোগ দেবেন বলে জানান তাঁরা। তাঁরা বলেন, রায়ের দিন রাজ্য সরকার বিবৃতি দিল। বলা হল, নেতাজি ইন্ডোরে যেতে। আমরা যাব, অবশ্যই যাব। রাজ্যের প্রধান, মুখ্যমন্ত্রী ডেকেছেন, যাব।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version