Thursday, August 21, 2025

ম্যাচ চলাকালীনই বেট লড়লেন ভিনিশিয়স জুনিয়র, হাতছাড়া টাকা

Date:

পেনাল্টি মিস করে ম্যাচ হাতছাড়া, সেইসঙ্গে পকেট থেকে টাকাও গেল ভিনিশিয়াস জুনিয়রের(Vinicius Jr)। ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে বেট লড়ে প্রতিপক্ষ গোলকিপারের কাছে হারলেন ব্রাজিলিয়ান তারকা। জুনিয়রের পেনাল্টি শট আটকে দিলেন জিওরজি মামারদাশভিলি(Giorgi Mamardashvili)। ভিনিশিয়াসের পেনাল্টি বেট হারটাই যেন রিয়্যালেরও ভাগ্য এদিন লিখে দিয়েছিল। লা-লিগার(LaLiga) লড়াইয়ে ভ্যালেন্সিয়ার কাছে ১-২ গোলে হার রিয়্যাল মাদ্রিদের। তবে এই হারের থেকেও এখন সবচেয়ে বেশি চর্চায় রয়েছেন ভিনিশিয়াস জুনিয়র।

ভ্যালেন্সিয়ার(Valencia) বিরুদ্ধে ধারেভারে এগিয়ে থেকেই মাঠে নেমেছিল রিয়্যাল মাদ্রিদ(Real Madrid)। ম্যাচের শুরুর দিকে এগিয়ে যাওয়ার ভাল সুযোগও ছিল রিয়্যাল মাদ্রিদের কাছে। সেই সময় একটা বেটই যেন সমস্ত হিসাব বদলে দেয়। পেনাল্টি পায় রিয়্যাল মাদ্রিদ। আর সেই পেনাল্টি শট নিতে যান ভিনিশিয়াস জুনিয়র(Vinicius Jr)। সেই সময়ই প্রতিপক্ষ গোলকিপার মামারদাশভিলির সঙ্গে একটি বেট হয় ভিনিশিয়সের। গোল করা নিয়েই অবশ্য সেই বেট হয়।

শট নেওয়ার আগেই ভিনিশিয়সের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় ভ্যালেন্সিয়া গোলকিপার। ব্রাজিলিয়ল তারকা যদি গোল দিতে পারেন তবে তিনি ভিনিশিয়সকে(Vinicius Jr) ৫০ ইউরো দেবেন। আর তা যদি না হয়, তবে মামারদাশভিলি ভিনিশিয়সকে দেবেন ৫০ ইউরো। ভাল শট নিলেও, দুরন্ত পারফর্ম্যান্স করে সেই শট বাঁচিয়ে দেন মামারদাশভিলি। সেইসঙ্গেই ভিনিশিয়সের থেকে ৫০ ইউরো জিতে নেন তিনি। যদিও ম্যাচ শেষ হওয়ার পরও সেই টাকা হাতে পাননি ভ্যালেন্সিয়া(Valencia) গোলরক্ষর। সেই সময় ভিনিশিয়স যদি গোল দিতে পারত তাহলে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল রিয়্যাল মাদ্রিদের সামনে। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি।

বরং রিয়্যালের(Real Madrid) বিরুদ্ধে লিড নিয়ে নেয় ভ্যালেন্সিয়াই। ম্যাচের ৫০ মিনিটের মাথায় ভিনিশিয়সের গোলই ব্যাবধান কমাতে সাহায্য করে ঠিকই। কিন্তু তাঁর সেই পেনাল্টি মিসের ঘটনা নিয়েই চলছে সবচেয়ে বেশি জল্পনা। বিশেষ করে ম্যাচ চলাকালীন প্রতিপক্ষ গোলকিপারের সঙ্গে বেট লড়ে হারার ঘটনা নিয়েই এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনা তুঙ্গে।

Related articles

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...
Exit mobile version