Tuesday, August 12, 2025

এবার পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ।এই পরিস্থিতিতে ৩১৩ জন শিক্ষকের বেতন বন্ধের প্রস্তাব দিল কলকাতা হাইকোর্ট। তবে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আগে রাজ্য সরকারকে তিন দিনের সময় দেওয়া হয়েছে তাদের অবস্থান জানাতে।বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, অনিয়মের ভিত্তিতে নিয়োগ পাওয়া ব্যক্তিদের বেতন বন্ধ না করলে তদন্ত এগোবে না। তিনি আরও বলেন, নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া না হলে আদালত পদক্ষেপ নিতে বাধ্য হবে।

আগামী বৃহস্পতিবার মামলাটির পরবর্তী শুনানি।এর আগে হাইকোর্ট সিআইডি-কে তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশ করতে বলেছিল। কিন্তু আদালত সে বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে।সপ্তাহখানেক আগে বিচারপতি বসু জানতে চেয়েছিলেন, অভিযুক্তদের তলবে পুলিশ তৎপর নয় কেন? সেই সঙ্গে তিনি বলেন, যদি রাজ্যপক্ষ কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে আদালত নিজেই ব্যবস্থা নিতে বাধ্য হবে।

আবেদনকারীর আইনজীবী জানান, ১০ এপ্রিল ২০২৪ তারিখে FIR দায়ের হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। আদালত বান্ধব জানান, FIR-এ নাম থাকলেই সেই ব্যক্তিকে নোটিশ দেওয়া স্বাভাবিক।এখন পাহাড়ের এই জিটিএ নিয়োগ দুর্নীতি মামলা নতুন মোড় নিতে চলেছে। আগামী তিন দিনের মধ্যে যদি উপযুক্ত ব্যাখ্যা না আসে, সেক্ষেত্রে ৩১৩ জন শিক্ষকের বেতন বন্ধ হয়ে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিচারপতি।

 

Related articles

লোকসভায় গৃহীত বিচারপতি যশবন্ত ভর্মার ইম্পিচমেন্ট প্রস্তাব

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি বিচারপতি যশবন্ত ভর্মার (Yashwant Varma) ইম্পিচমেন্ট প্রস্তাব গৃহীত হল লোকসভায়। মঙ্গলবার, লোকসভার স্পিকার ওম বিড়লা...

মোদির ভুল নীতির মাশুল! ১৩ হাজার কোটি ক্ষতির মুখে গোটা দেশ

বছরের পর বছর ধরে ট্রাম্পকে বন্ধু দাবি করে সেই বিরাট ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র...

SIR-র বিরুদ্ধে প্রতিবাদ, হাইকোর্টের সামনেই গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা মহিলার! 

ভোটার তালিকা (Voter List) থেকে নাম বাদ কেন? মঙ্গলের সকালে হাইকোর্ট (Calcutta High Court) চত্বরেই এসআইআরের (SIR) প্রতিবাদে...

বিজেপির ভাষা-সন্ত্রাস, প্রতিবাদে ‘বাংলার মাটি, বাংলার জল’-এ মুখরিত দিল্লি

বিজেপির বাংলা-বিদ্বেষ, ভাষা-সন্ত্রাসের বিরুদ্ধে সংসদ চত্বরে গর্জে উঠলেন তৃণমূল সাংসদরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের। সেই...
Exit mobile version