Tuesday, August 12, 2025

আইপিএলে(IPL) ইতিমধ্যে চারটে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। এবার ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের(LSG) বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। কিন্তু এখনও পর্যন্ত দলের অন্দরে ধারাবাহিকতার খোঁজই চলছে। সেইসঙ্গে ব্যাটার সুনীলও(Sunil Narine) যে খানিকটা চিন্তায় রাখছে নাইটদের তাও বেশ স্পষ্ট। একইসঙ্গে জোড়া চ্যালেঞ্জের সামনে খেলতে হবে নাইট রাইডার্সকে। ঘরের মাঠে ম্যাচ হলেও ইডেনের গ্যালারিতে কিন্তু অসংখ্য লখনউয়ের সাপোর্টাররা থাকবে। সেইসঙ্গে ঋষভ পন্থ, এডেন মার্করাম, ডেভিড মিলারদের মতো তারকারাও রয়েছেন।

তবে ঘরের মাঠে জিততে মরিয়া নাইট শিবিরও। ব্যাটার সুনীল ফর্মে না থাকলেও, স্পিনার হিসাবে সুনীলের ওপর ভরসা রাখছে কলকাতা নাইট রাইডার্স। সেইসঙ্গে বরুণ চক্রবর্তী(Varun Chakravarthy) তো রয়েছেনই। ইডেনে(EDEN) দুপুরে খেলতে নামবে দুই দল। সেইভাবেই শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে নাইট(KKR) শিবির। সেই কারণেই এদিনও বিকেল পাঁচটার সময় প্র্যাকটিস রেখেছিল নাইট টিম ম্যানেজমেন্ট। এবার ইডেনের পিচ নিয়েই সবচেয়ে বেশি চর্চা হচ্ছে। পিচ ভালো বোঝার জন্যই যে এই কৌশল ছিল তা বেশ স্পষ্ট।

প্রতিপক্ষ শিবিরে ঋষভ পন্থ রয়েছেন। তিনি যেকোনও সময়েই জ্বলে উঠতে পারেন। কিন্তু নাইটরা প্রস্তুত। ঋষভকে(Rishabh Pant) আটকাতে ছক প্রস্তুত কেকেআরের। ওটিস গিবসন(Otis Gibson) জানিয়েছেন, “ঋষভ পন্থ অবশ্যই অসাধারণ একজন ক্রিকেটার। তিনি যেকোনও সময়ই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। তবে আমরা ঋষভকে আটকানোর জন্য ছক প্রস্তুত করে ফেলেছি। কীভাবে তাঁকে আটকাতে হয় সেটাও আমরা জানি। সেভাবেই পরিকল্পনা প্রস্তুত হচ্ছে”।

সরাসরি না বললেও এই ম্যাচেও যে দলের স্পিন আক্রমণই প্রধান অস্ত্র তারও ইঙ্গিত পাওয়া গেল ওটিস গিবসনের কথা থেকে, তিনি জানান, “এই মুহূর্তে আইপিএলের মঞ্চে সেরা স্পিন অস্ত্র রয়েছে আমাদের দলে। সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী। তাদের ওপর ভরসা রয়েছে”।

গত ম্যাচের পিচ নিয়ে বেশ খুশিই ছিল কলকাতা নাইট রাইডার্স(KKR)। এবার সামনে সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্ট(lSG)। তার আগেও পিচ নিয়ে বেশ স্বস্তির স্বরই শোনা গেল নাইট ম্যানেজমেন্টের তরফে।

Related articles

বক্স অফিসে ব্যর্থ ভাইজান, ক্রিকেট মাঠেই লক্ষ্মীলাভের রাস্তা খুঁজছেন সলমন!

একের পর এক সিনেমা ফ্লপ হওয়ায় বক্স অফিসে গত কয়েকবছরে বড় লক্ষ্মী লাভের মুখ দেখেননি বলিউডের ভাইজান। তাই...

মুখ্যমন্ত্রীর নির্দেশে চাকলায় লোকনাথ মন্দির চত্বরের রাস্তা মেরামতির কাজ শুরু

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে শুরু হল চাকলা লোকনাথ মন্দির (Loknath Temple, Chakla) চত্বরের রাস্তা মেরামতির...

কলকাতার হোটেল থেকে BSF জওয়ানের দেহ উদ্ধারে চাঞ্চল্য!

দুদিন ধরে হোটেলের রুম থেকে বেরোতে দেখা যায়নি তাঁকে। অবশেষে বেরোলো মৃতদেহ। কলকাতার ভিআইপি রোডের (VIP road) একটি...

রাজ্যের বিভিন্ন দফতরে নতুন কর্মী নিয়োগ, অনুমোদন মন্ত্রিসভার

রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে মোট ৬২৭টি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে জানা গেছে,...
Exit mobile version