Monday, January 12, 2026

বিশ্বে নিম্নমুখী তেলের দাম, মোদি সরকার ব্যস্ত তেল-গ্যাসের দাম বাড়াতে!

Date:

Share post:

রামনবমীতেই মধুচন্দ্রিমা শেষ মোদি সরকারের! একদিকে বিশ্ববাজারে মন্দার জেরে সোমবার থেকে ধস নেমেছে ভারতের শেয়ার মার্কেটে। ২০২০ সালের পরে এত নিচে কখনও এমন অবনমন দেখেনি দালাল স্ট্রিট। তার উপর সোমবার রাত থেকেই জ্বালানি তেল থেকে রান্নার গ্যাসের (domestic gas) দাম এক লাফে অনেকটা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক (Ministry of Petroleum and Natural Gas)। রামনবমীতে (Ramnavami) বিজেপি সরকারের ‘বড় উপহার’ কটাক্ষ রাজ্যের শাসকদল তৃণমূলের।

উল্লেখযোগ্যভাবে এমন সময়ে ভারত সরকার তেলের দাম বাড়ালো যখন বিশ্ববাজারে ক্রুড অয়েলের (crude oil) দাম নিম্নমুখি। বিশ্ববাজারে অর্থনৈতিক মন্দা কাটাতে বিশ্বের বড় বড় দেশগুলো তৎপর। সেখানে ভারতের জনবিরোধী বিজেপি সরকার সাধারণ মানুষের থেকে বোঝা কমানোর বদলে আরও বোঝা চাপানোর পথে হাঁটল সোমবার।

সোমবার থেকেই বাড়ল গ্যাসের দাম। ৮২৯ টাকা ছিল রান্নার গ্যাসের সিলিন্ডারের (domestic cylinder) দাম। এবার ১৪ কেজির সিলিন্ডারের দাম ৫০ টাকা বেড়ে হল ৮৭৯ টাকা। মাথায় হাত মধ্যবিত্তের। এদিকে পেট্রল-ডিজেলে (petrol-diesel) লিটার প্রতি ২ টাকা এক্সাইজ ডিউটি বাড়াল কেন্দ্র। ফলে আবারও বাড়ল পেট্রোল, ডিজেলের দাম।

এদিকে উজ্জ্বলা যোজনার আওতায় থাকা ক্রেতাদেরও গুনতে হবে অতিরিক্ত দাম। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী (Minister of Petroleum and Natural Gas) হরদীপ সিং পুরী সোমবার জানিয়েছেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) সুবিধাপ্রাপ্ত ক্রেতাদের এতদিন রান্নার গ্যাসের একটি সিলিন্ডার কিনতে ৫০০ টাকা দিতে হত। দামবৃদ্ধির ফলে তাঁদের ৫৫০ টাকা করে দিতে হবে।

গ্যাস থেকে পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় বিজেপি সরকারকে তুলোধনা করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি (BJP) আসল চেহারাটা দেখুন। রামনবমীতে (Ramnavami) বিজেপি সরকারের উপহার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি, কটাক্ষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, কেন্দ্রের বাজেটে বড় বড় কথা। মানুষের কিছু চাওয়ার নেই। মানুষের কথা ভাবেই না কেন্দ্র। সেই বাড়াল গ্যাস-পেট্রোল ডিজেলের দাম।

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...