Friday, December 26, 2025

‘যোগ্য’ বনাম ‘অযোগ্য’ লড়াইয়ে উত্তপ্ত মহানগরী, নেতাজি ইন্ডোরে পৌঁছলেন পুলিশ কমিশনার

Date:

Share post:

দেশের শীর্ষ আদালতের রায়ে চাকরি হারাতে হয়েছে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক, অশিক্ষক কর্মীকে। পাশে দাঁড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী (CM)। বিকল্প রাস্তা খুঁজে বের করতে সোমবার চাকরিহারাদের সঙ্গে নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বৈঠক রয়েছে। দুপুর ১২ টায় এই বৈঠক শুরু হওয়ার কথা। কিন্তু এদিন সকাল থেকেই যোগ্য বনাম অযোগ্যদের লড়াইয়ে উত্তপ্ত শহর। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। রয়েছেন ডিসি সেন্ট্রাল, ডিসি সাউথ, একটু আগেই ঘটনাস্থলে পৌঁছেছেন নগরপাল মনোজ ভার্মা (Manoj Verma)।

সোমবার সকাল থেকে ওএমআর শিট হাতে শহিদ মিনার থেকে নেতাজি ইন্ডোরের দিকে রওনা দেন চাকরিহারারা। তার আগে ডিপ্রাইভড টিচার অ্যাসোসিয়েশনের তরফে যোগ্যদের যে পাস দেওয়া হয়েছিল তা রাতের অন্ধকারে ছিনতাই করার অভিযোগ উঠেছে। অনেকেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পৌঁছে উপযুক্ত পাস দেখাতে না পারায় তাঁদের গেটের আগে আটকে দেওয়া হয়। এরপরই যোগ্য এবং অযোগ্যদের মধ্যে বচসা বাধে। ধস্তাধস্তির জেরে দুজন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা যাচ্ছে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এক পক্ষ বলেন, যাঁদের কাছে পাস নেই তাঁদের ভেতরে ঢুকতে দেওয়া হবে না। অন্য পক্ষ আবার কোন মাপকাঠি তে পাশ দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন। মাইকিং করে বিক্ষোভকারীদের সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ। যাঁদের পাস আছে তাঁদের অন্য পথে ঢোকানো হচ্ছে নেতাজি ইন্ডোরে।যাঁদের পাস নেই তাঁদের বিক্ষোভ না দেখিয়ে অপেক্ষা করার বার্তা পুলিশের। ঘটনাস্থলে রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। মাইকিং করে পরিস্থিতি শান্ত রাখার অনুরোধ ঊর্দিধারীদের। দফায় দফায় গন্ডগোলের পর এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

spot_img

Related articles

ইতিহাস ক্ষমা করবে না! দলিত-আদিবাসী-সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে গেরুয়া শিবিরকে তুলোধনা অভিষেকের

ভারতের পরিবেশকে ইচ্ছাকৃতভাবে বিষাক্ত করছে দক্ষিণপন্থী শক্তিগুলি। আক্রান্ত হচ্ছে দলিত, আদিবাসী, সংখ্যালঘুরা। শুক্রবার, নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) পোস্ট...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

২৬ ডিসেম্বর (শুক্রবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

২৬ ডিসেম্বর (শুক্রবার) ২০২৫ ১ গ্রাম     ১০ গ্রাম পাকা সোনার বাট।    ১৩৭১০ ₹    ১৩৭১০০ ₹ খুচরো...

শীতের সকালে মহানগরীতে দুর্ঘটনা, দুই গাড়ির মুখোমুখি ধাক্কায় গুরুতর জখম ১

শুক্রের সকালে শহর কলকাতায় গাড়ি দুর্ঘটনা (road accident in Hastings crossing )। হেস্টিংস মোড়ের কাছে একটি মুরগি বোঝাই...