Thursday, January 15, 2026

‘যোগ্য’ বনাম ‘অযোগ্য’ লড়াইয়ে উত্তপ্ত মহানগরী, নেতাজি ইন্ডোরে পৌঁছলেন পুলিশ কমিশনার

Date:

Share post:

দেশের শীর্ষ আদালতের রায়ে চাকরি হারাতে হয়েছে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক, অশিক্ষক কর্মীকে। পাশে দাঁড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী (CM)। বিকল্প রাস্তা খুঁজে বের করতে সোমবার চাকরিহারাদের সঙ্গে নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বৈঠক রয়েছে। দুপুর ১২ টায় এই বৈঠক শুরু হওয়ার কথা। কিন্তু এদিন সকাল থেকেই যোগ্য বনাম অযোগ্যদের লড়াইয়ে উত্তপ্ত শহর। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। রয়েছেন ডিসি সেন্ট্রাল, ডিসি সাউথ, একটু আগেই ঘটনাস্থলে পৌঁছেছেন নগরপাল মনোজ ভার্মা (Manoj Verma)।

সোমবার সকাল থেকে ওএমআর শিট হাতে শহিদ মিনার থেকে নেতাজি ইন্ডোরের দিকে রওনা দেন চাকরিহারারা। তার আগে ডিপ্রাইভড টিচার অ্যাসোসিয়েশনের তরফে যোগ্যদের যে পাস দেওয়া হয়েছিল তা রাতের অন্ধকারে ছিনতাই করার অভিযোগ উঠেছে। অনেকেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পৌঁছে উপযুক্ত পাস দেখাতে না পারায় তাঁদের গেটের আগে আটকে দেওয়া হয়। এরপরই যোগ্য এবং অযোগ্যদের মধ্যে বচসা বাধে। ধস্তাধস্তির জেরে দুজন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা যাচ্ছে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এক পক্ষ বলেন, যাঁদের কাছে পাস নেই তাঁদের ভেতরে ঢুকতে দেওয়া হবে না। অন্য পক্ষ আবার কোন মাপকাঠি তে পাশ দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন। মাইকিং করে বিক্ষোভকারীদের সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ। যাঁদের পাস আছে তাঁদের অন্য পথে ঢোকানো হচ্ছে নেতাজি ইন্ডোরে।যাঁদের পাস নেই তাঁদের বিক্ষোভ না দেখিয়ে অপেক্ষা করার বার্তা পুলিশের। ঘটনাস্থলে রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। মাইকিং করে পরিস্থিতি শান্ত রাখার অনুরোধ ঊর্দিধারীদের। দফায় দফায় গন্ডগোলের পর এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

spot_img

Related articles

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত ২! আত্মঘাতী বিএলও 

এসআইআর শুনানি ও অতিরিক্ত কাজের চাপকে কেন্দ্র করে রাজ্যে মৃত্যুর ঘটনা থামছেই না। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও লালগোলায়...

ইতিহাস গড়ল গঙ্গাসাগর! পুণ্যস্নানে ১ কোটি ৩০ লক্ষ পুণ্যার্থী 

‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’-এর টানেই আধ্যাত্মিকতা, বিশ্বাস ও বিপুল জনসমাগমের এক অনন্য মহামিলনে পরিণত হল গঙ্গাসাগর মেলা...

সুখবর! বেতন বৃদ্ধি হচ্ছে এসএসকে-এমএসকে শিক্ষকদের, বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষা দফতরের

নতুন বছরে সুখবর এসএসকে ও এমএসকে শিক্ষকদের জন্য। পয়লা ফেব্রুয়ারি থেকে তাঁদের ৩ শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে। এই...

নন্দীগ্রামে ‘দাগি’র মামলায় বাতিল ২০১৬-র প্যানেল ! বিস্ফোরক অভিযোগ 

২০১৬-র শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে আদালত। যার জেরে চাকরি হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন রাজ্যের...