Wednesday, November 5, 2025

গুজরাতের সাফল্যে আশিস নেহেরাকে সার্টিফিকেট সৌরভের

Date:

আইপিএলে(IPL) অভিষেকের দিন থেকেই সাফল্যের রাস্তায় এগিয়ে চলেছে গুজরাত টাইটান্স(Gujarat Titans)। চলতি মরসুমেও সেই ধারা অব্যহত রেখে এগিয়ে চলেছে গুজরাত টাইটান্স। এই মুহূর্তে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের(SRH) ঘরের মাঠে তাদের হারিয়েছে গুজরাতের টাইটান্সরা। এমন পারফরম্যান্স দেখার পরই গুজরাতের হেডকোচ আশিস নেহেরাকে(Ashish Nehra) প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। গুজরাতের এই সাফল্যের পথে এগনোর পিছনে আশিস নেহেরাকেই প্রধান কারিগড় হিসাবে দেখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে গুজরাত টাইটান্স। তারমধ্যে তিনটি ম্যাচেই জয় তুলে নিয়েছেন শুভমন গিলরা। শেষ ম্যাচেও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে তারা। বোলিংয়ে প্রসিদ্ধ কৃষ্ণা থেকে মহম্মদ সিরাজরা যেমন হায়দরাবাদের ব্যাটিংয়ে ধস নামিয়েছিলেন। তেমনই ব্যাট হাতে শুভমন গিল এবং ওয়াশিংটন সুন্দরের পারফরম্যান্স। এমন ব্যালান্সড পারফরম্যান্স দেখে সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly) খুশি। ম্যাচ শেষ হওয়ার পরই এক্স হ্যান্ডেলে গুজরাত টাইটান্সকে(Gujarat Titans) শুভেচ্ছা জানিয়েছেন সৌরভ। সেখানেই আশিস নেহেরাকেও(Ashish Nehra) প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

সৌরভ এক্স হ্যান্ডেলে লিখেছেন, “প্রথম মরসুম থেকেই গুজরাত টাইটান্স যেভাবে খেলছে তা সত্যিই দেখে ভালো লাগছে। তাদের দল গঠন থেকে বিভিন্ন প্রক্রিয়ার পিছনে যে মস্তিষ্ক কাজ করছে তা নিয়ে বলার কিছুই নেই। প্রধান কোচ হিসাবে আশিস নেহেরা যে দক্ষতার পরিচয় দিয়েছেন তা এক কথায় অনস্বীকার্য। সেইসঙ্গে এই খেলাটা সম্বন্ধে তাঁর ধারনাটাও অসাধারণ”।

শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে নেমেছিল গুজরাত টাইটান্স। সেই ম্যাচে মহম্মদ সিরাজ(Mohammed Siraj) যেমন একাই তুলে নিয়েছিলেন চার উইকেট। তেমনই গুরুত্বপূর্ণ সময়ে প্রসিদ্ধ কৃষ্ণাকে(Prasidh Krishna) ব্যাবহার করে দুই উইকেট তুলে নেওয়ার গুজরাতের পরিকল্পনা। এই সমস্তটাই সৌরভ গঙ্গোপাধ্যায়কে মুগ্ধ করেছে।

এই মুহূর্তে ছয় পয়েন্ট নিয়ে গুজরাত টাইটান্স লিগ টেবিলে রয়েছে দ্বিতীয় স্থানে। আগামী ২১ এপ্রিল ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামবে গুজরাত টাইটান্স। সেখানেই গুজরাতের এই ধারা অব্যহত থাকে কিনা সেটাই দেখার।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version