Tuesday, August 12, 2025

অনেক আশা নিয়ে প্রেম করে বিয়ে করেছিলেন৷ কিন্তু বিয়ের পর থেকেই মুখোশের আড়ালে থাকা মুখগুলো বেআব্রু হয়ে পড়ে। অভিযোগ, পণের দাবিতে গৃহবধবূর ওপর অত্যাচার করা শুরু হয়। শেষ পর্যন্ত দাবি অনুযায়ী পণের টাকা না পেয়ে গৃহবধূকে খুনের অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগণার বেলঘড়িয়ার(belgharia) কলাবাগান এলাকায় ৷ মৃত ওই তরুণীর নাম সঙ্গীতা দে৷

স্থানীয়দের অভিযোগ, গত শনিবার ওই তরুণীকে প্রচণ্ড মারধর করে তার স্বামী এবং শ্বশুর৷ এর পর ওই তরুণীকে গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷এই পরিস্থিতিতে তরুণীকে উদ্ধার করে প্রতিবেশীরাই সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে৷কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷

এরপরই বেলঘড়িয়া থানায় মৃত তরুণীর স্বামী সুজিত দে সহ সঙ্গীতার শ্বশুরবাড়ির অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়৷ যদিও ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক৷ এখনও কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ৷

স্থানীয়রা জানিয়েছেন, মৃত সঙ্গীতা এবং তার স্বামী সুজিত বেলঘড়িয়া কলাবাগান এলাকারই বাসিন্দা৷ বছর দুয়েক আগে প্রেম করেই বিয়ে হয় তাদের৷ কিন্তু বিয়ের পর থেকেই পণের দাবিতে শ্বশুরবাড়িতে সঙ্গীতার ওপরে অত্যাচার করা হত৷ কিছুদিন আগে একটি পুত্রসন্তান হয় সঙ্গীতার৷ অভিযোগ, তার পরেও ওই তরুণীর ওপরে অত্যাচারের মাত্রা কমেনি৷ শেষ পর্যন্ত শনিবার তাকে খুন করা হয় বলে অভিযোগ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

Related articles

ফাঁসির মঞ্চে প্রাণ দেওয়া ‘বসুকে’ ওরা ‘সিং’ বানাচ্ছে কেন? কড়া নিন্দা মুখ্যমন্ত্রীর

শহিদ ক্ষুদিরামের ফাঁসির রায়ের ঐতিহাসিক নথি হাতে পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। খতিয়ে দেখার পরেই তীব্র নিন্দা...

গুঞ্জনের সমাপ্তি, বিয়ের পিঁড়িতে ‘বাহুবলী’ প্রভাস!

প্রায় দুবছর ধরে বিয়ের গুঞ্জন চলার পর এবার কি দক্ষিণী সিনেপাড়ায় সানাইয়ের সুর? শোনা যাচ্ছে বিয়ে করতে চলেছেন...

সেপ্টেম্বরের শুরুতে সুপ্রিম কোর্টে ওবিসি শুনানি: আশ্বাস প্রধান বিচারপতির

সংরক্ষণের জটে বারবার রাজ্যের পঠন পাঠন থেকে নিয়োগকে থমকে যেতে হয়েছে। ওবিসি নিয়ে বারবার বিরোধীদের মামলা দায়ের করায়...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ অগাস্ট (মঙ্গলবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...
Exit mobile version