Thursday, November 6, 2025

দ্বিতীয়বার পরীক্ষা দেব না, মুখ্যমন্ত্রীকে জানালেন চাকরিহারারা

Date:

সুপ্রিম কোর্টের এক কলমের খোঁচায় চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। আদালতের রায়ের পর রাজ্য জুড়ে চাকরিহারাদের হাহাকার। তাঁদের বিকল্প দিশা দেখাতে আজ, সোমবার  নেতাজি ইন্ডোরে(netaji indoor) চাকরিহারাদের সমাবেশে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেই বৈঠকে চাকরিহারারা সাফ জানালেন, দ্বিতীয়বার পরীক্ষা দেবেন না। পরবর্তী পদক্ষেপের কথাও জানিয়ে দিলেন ‘যোগ্য’দের প্রতিনিধি মেহবুব।স্পষ্ট জানালেন, সুপ্রিম কোর্টে যাবেন তারা। তাদের দাবি, এই গোটা প্রক্রিয়া চলাকালীন যোগ্য চাকরিহারাদের দেওয়া যাবে না বরখাস্তের চিঠি। নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তিও প্রকাশ করা যাবে না।

সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী।মুখ্যমন্ত্রীর( chief minister) উপস্থিতিতে নিজেদের অভাব-অভিযোগ জানালেন ‘যোগ্য’ চাকরিহারারা। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন তারা কী চাইছেন। ‘যোগ্য’দের প্রতিনিধি মেহবুব এদিন বলেন, আমরা কোনও অপরাধের সঙ্গে যুক্ত নই। তাও দুর্ভাগ্যজনকভাবে আমাদের চাকরি গিয়েছে। সুপ্রিম কোর্টে আমরা ন্যায়বিচার পাইনি।৭ বছর আগে পরীক্ষা দিয়ে আমরা যোগ্যতার প্রমাণ দিয়েছি। যিনি সুপ্রিম কোর্টের অর্ডার কপি দিয়েছেন, তিনিও এতবছর পর পরীক্ষা দিলে হয়তো পাশ করতে পারবেন না। তাই দ্বিতীয়বার আমরা পরীক্ষা দিতে চাই না। আমাদের একইভাবে একই পদে চাকরিতে বহাল রাখতে হবে।

তিনি আরও বলেন, একবার আমরা কোর্টে গিয়েছি। আমরা জানি আইনি জটিলতা অনেক। কিন্তু এখনও দুটো স্তর বাকি। আমরা রিভিউ করতে পারি, আর সেটাই করব।তাদের দাবি, রিভিউ প্রক্রিয়া চলাকালীন চাকরিহারাদের দেওয়া যাবে না বরখাস্তের চিঠি। নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তিও প্রকাশ করা যাবে না।এখন দেখার শেষ পর্যন্ত এই পরিস্থিতির পরিসমাপ্তি কোথায় হয়।

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version