Friday, May 23, 2025

বুমরাকে সামাল দেওয়ার কৌশল ফাঁস করলেন টিম ডেভিড

Date:

Share post:

সোমবার আইপিএলে(IPL) মেগা ডুয়েল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স(MI) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। উত্তেজনার পারদ তুঙ্গ। ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই অবশ্য আরম্ভ হয়ে গিয়েছে বাকযুদ্ধ। ফিট হয়ে ফেরার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধেই প্রথমবার মাঠে নামবেন জসপ্রীত বুমরাহ। তাঁর উদ্দেশ্যেই এবার সতর্কবানী দিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আরেক তারকা ব্যাটার টিম ডেভিড(Tim David)। বুমরাকে(Jasprit Bumrah) ভয় নয়, প্রথম বলেই তাঁকে চার কিংবা ছয় হাঁকানোর পরিকল্পনা মুম্বই ইন্ডিয়ান্সের।

জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah) দলে থাকা মানে, তিনি যেকোনও সময়ই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। বিশেষ করে তাঁর আগুনে পেস বোলিং যেকোনও ব্যাটারের কাছে ত্রাস। আর ম্যাচ যখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। সেখানে জসপ্রীত বুমরাকে নিয়ে যে বাড়তি প্রত্যাশা থাকবে তা বলার অপেক্ষা রাখে না। শেষবারের আপইপিএলে এই আরসিবির বিরুদ্ধেই জ্বলে উঠেছিলেন জসপ্রীত বুমরাহ। সেই ম্যাচেই একাই পাঁচ উইকেট তুলে নিয়ে শেষ করে দিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরকে। সেই দৃশ্য সকলের স্মৃতিতে এখনও বেশ টাটকা। যদিও আরসিবির তারকা টিম ডেভিড(Tim David) কিন্তু সেসব নিয়ে একেবারেই চিন্তিত নন। এই ম্যাচে নামার আগে তারা অত্যন্ত আত্মবিশ্বাসী।

সেইসঙ্গে জসপ্রীত বুমরাকে কেমনভাবে তারা খেলবে সেই পরিকল্পনাও কিন্তু ফাঁস করলেন টিম ডেভিড। তিনি জানিয়েছেন, “আমি আশা করছি জসপ্রীত বুমরাই প্রথম বোলিং করবেন এবং আমাদের তরফ থেকে যেই ওপেন করতে যাক না কেন, প্রথম বলে ছয় কিংবা চারই দেখতে চাই। সেটাই একটা যোগ্য জবাব হবে। বুমরাহকে এই প্রতিযোগিতায় ফিরতে দেখাটা সত্যিই ভালো লাগছে। কারণ তাঁর মতো ক্রিকেটারের মাঠে থাকাটাই যথেষ্ট”।

বর্ডার গাভাসকর ট্রফির শেষেই পিঠের সমস্যার জন্য ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah)। সেই থেকেই মাঠের বাইরে ছিলেন তিনি। এমনকি ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি জসপ্রীত বুমরাহ। তাঁর মাঠে ফেরা নিয়ে একটা জল্পনা চলছিলই। গত ৩০ মার্চ থেকে বল হাতে প্রস্তুতি শুরু করেছিলেন জসপ্রীত বুমরাহ। শেষপর্যন্ত গত রবিবার মুম্বই ইন্ডিয়ান্স(MI) শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। বিসিসিআইয়ের(BCCI) মেডিক্যাল দলের থেকে ছাড়পত্র পেয়েই শেষপর্যন্ত মাঠে ফিরেছেন বুমরাহ। এবার আরসিবির বিরুদ্ধেও নামছেন তিনি।

তবে আরসিবি(RCB) শিবির কিন্তু সেভাবে বুমরাহকে নিয়ে বিশেষ ভাবতে নারাজ। শুরু থেকেই আক্রমণাত্মক খেলে বুমরার ওপর চাপ তৈরি করার কৌশলই কার্যত নিয়েছে বেঙ্গালরু।

spot_img

Related articles

নিরাপত্তা নিয়ে পড়াশোনার নয়া কোর্স

জাতীয় নিরাপত্তা নিয়ে পড়াশোনার প্রতি ঝোঁক ক্রমশ বাড়ছে নতুন প্রজন্মের। চালু হয়েছে এই বিষয়ে একাধিক ডিপ্লোমা ও ডিগ্রি...

চরম অমানবিকতা পাকিস্তানের! অল্পের জন্য রক্ষা পেল ইন্ডিগো বিমানের ২২০ যাত্রীর প্রাণ

আবারও অমানবিকতার পরিচয় দিল পাকিস্তান। প্রবল ঝড় ও শিলাবৃষ্টির মধ্যে পড়া এক যাত্রীবাহী বিমান পাকিস্তানের আকাশসীমা সাময়িকভাবে ব্যবহার...

বাংলার কনিষ্ঠ অঙ্গদাতা হয়ে ইতিহাস গড়ল ১২ বছরের উমাঙ্গ! 

'জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর'—এই প্রবাদকে সত্যি প্রমাণ করল কলকাতার এক ১২ বছরের কিশোর,...

চিপস চুরির অপবাদ! অপমানে আত্মঘাতী ছাত্র, উত্তাল পাঁশকুড়া

চিপস চুরির অপবাদ সহ্য করতে না পেরে আত্মঘাতী হল পাঁশকুড়ার এক সপ্তম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায়...