Tuesday, December 23, 2025

বুমরাকে সামাল দেওয়ার কৌশল ফাঁস করলেন টিম ডেভিড

Date:

Share post:

সোমবার আইপিএলে(IPL) মেগা ডুয়েল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স(MI) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। উত্তেজনার পারদ তুঙ্গ। ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই অবশ্য আরম্ভ হয়ে গিয়েছে বাকযুদ্ধ। ফিট হয়ে ফেরার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধেই প্রথমবার মাঠে নামবেন জসপ্রীত বুমরাহ। তাঁর উদ্দেশ্যেই এবার সতর্কবানী দিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আরেক তারকা ব্যাটার টিম ডেভিড(Tim David)। বুমরাকে(Jasprit Bumrah) ভয় নয়, প্রথম বলেই তাঁকে চার কিংবা ছয় হাঁকানোর পরিকল্পনা মুম্বই ইন্ডিয়ান্সের।

জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah) দলে থাকা মানে, তিনি যেকোনও সময়ই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। বিশেষ করে তাঁর আগুনে পেস বোলিং যেকোনও ব্যাটারের কাছে ত্রাস। আর ম্যাচ যখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। সেখানে জসপ্রীত বুমরাকে নিয়ে যে বাড়তি প্রত্যাশা থাকবে তা বলার অপেক্ষা রাখে না। শেষবারের আপইপিএলে এই আরসিবির বিরুদ্ধেই জ্বলে উঠেছিলেন জসপ্রীত বুমরাহ। সেই ম্যাচেই একাই পাঁচ উইকেট তুলে নিয়ে শেষ করে দিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরকে। সেই দৃশ্য সকলের স্মৃতিতে এখনও বেশ টাটকা। যদিও আরসিবির তারকা টিম ডেভিড(Tim David) কিন্তু সেসব নিয়ে একেবারেই চিন্তিত নন। এই ম্যাচে নামার আগে তারা অত্যন্ত আত্মবিশ্বাসী।

সেইসঙ্গে জসপ্রীত বুমরাকে কেমনভাবে তারা খেলবে সেই পরিকল্পনাও কিন্তু ফাঁস করলেন টিম ডেভিড। তিনি জানিয়েছেন, “আমি আশা করছি জসপ্রীত বুমরাই প্রথম বোলিং করবেন এবং আমাদের তরফ থেকে যেই ওপেন করতে যাক না কেন, প্রথম বলে ছয় কিংবা চারই দেখতে চাই। সেটাই একটা যোগ্য জবাব হবে। বুমরাহকে এই প্রতিযোগিতায় ফিরতে দেখাটা সত্যিই ভালো লাগছে। কারণ তাঁর মতো ক্রিকেটারের মাঠে থাকাটাই যথেষ্ট”।

বর্ডার গাভাসকর ট্রফির শেষেই পিঠের সমস্যার জন্য ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah)। সেই থেকেই মাঠের বাইরে ছিলেন তিনি। এমনকি ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি জসপ্রীত বুমরাহ। তাঁর মাঠে ফেরা নিয়ে একটা জল্পনা চলছিলই। গত ৩০ মার্চ থেকে বল হাতে প্রস্তুতি শুরু করেছিলেন জসপ্রীত বুমরাহ। শেষপর্যন্ত গত রবিবার মুম্বই ইন্ডিয়ান্স(MI) শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। বিসিসিআইয়ের(BCCI) মেডিক্যাল দলের থেকে ছাড়পত্র পেয়েই শেষপর্যন্ত মাঠে ফিরেছেন বুমরাহ। এবার আরসিবির বিরুদ্ধেও নামছেন তিনি।

তবে আরসিবি(RCB) শিবির কিন্তু সেভাবে বুমরাহকে নিয়ে বিশেষ ভাবতে নারাজ। শুরু থেকেই আক্রমণাত্মক খেলে বুমরার ওপর চাপ তৈরি করার কৌশলই কার্যত নিয়েছে বেঙ্গালরু।

spot_img

Related articles

প্রত্যন্ত এলাকার মানুষকে শুনানির নোটিশ! হয়রানির প্রতিবাদে কমিশনে তৃণমূল

দ্বীপ এলাকার বাসিন্দাদের নির্বাচন কমিশনের শুনানির জন্য হাজির হতে হবে সরকারি দফতরে। তাও সেটা খুবই সামান্য নামের বানানের...

সামশেরগঞ্জে বাবা-ছেল খুনে ১৩ দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ জঙ্গিপুর মহকুমা আদালতের

সামশেরগঞ্জে (Samsherganj) হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুনের ঘটনায় দোষী ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জঙ্গিপুর মহকুমা...

ফের সিইও দফতরের সামনে বিএলওদের বিক্ষোভ-অশান্তি

ফের বিএলওদের বিক্ষোভে (BLO Protest) ধুন্ধুমার কাণ্ড সিইও দফতরের (CEO Department) সামনে। পুলিশের ব্যারিকেড ভাঙার অপরাধে আটক ৭...

নেতিবাচক ঘটনার মধ্যেও খুঁজছেন ইতিবাচক দিক, কঠিন সময়ে স্মৃতির জীবনমন্ত্র

ঠিক এক মাস আগে ব্যক্তিগত জীবনে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছিল স্মৃতি মান্ধানার(Smriti Mandhana) জীবনে। এরপর গত এক মাস...