কলকাতা নাইট রাইডার্সের(KKR) বিরুদ্ধে নামার আগে হঠাত্ই ঋষভ পন্থের(Rishabh Pant) মুখে আশিস নেহেরার নাম। আইপিএলের হাই ভোল্টেজ ম্যাচ। তার আগে অন্য দলের কোচের নাম কেন ঋষভের মুখে। নিজেও অবশ্য সেই কথা সকলকে জানিয়েছেন। একটা সময় কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন ঋষভ পন্থ। বিশেষ করে তাঁর বড় গাড়ী দূর্ঘটনার পর। সেই সময় নাকি আশিস নেহেরার(Ashish Nehra) একটা কথাই বদলে দিয়েছিল ভারতীয় দলের এই তারকা উইকেটকিপারের জীবনটা।

২০২২ সালের ডিসেম্বরে বিরাট গাড়ী দূর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ(Rishabh Pant)। সেই থেকেই শুরু হয়েছিল জীবনের কঠিন সময়টা। চোট আঘাতে জর্জরিত ছিলেন তিনি। মাঠে কবে ফিরতে পারবেন তা নিয়েও কোনও নিশ্চয়তা ছিল না। যদিও সেসমস্ত দিন এখন অতীত। এই মুহূর্তে লখনউ সুপার জায়ান্টসের(LSG) অধিনায়কের নাম ঋষভ পন্থ। আর কয়েক ঘন্টা পরই নাইট রাইডার্সের বিরুদ্ধে নামবেন তিনি। তার আগে সাংবাদিক সম্মেলনে হঠাত্ই আশিস নেহেরার নাম।

সেই কঠিন সময়েই নাকি আশিস নেহেরার একটি কথা তাঁর জীবন বদলে দিয়েছিল। এই প্রসঙ্গে ঋষভ পন্থ(Rishabh Pant) জানিয়েছেন, “আশিস নেহেরার থেকে পাওয়া একটা পরামর্শই যেন আমার জীবনটা বদলে দিয়েছিল। আমি যে ক্লাবে খেলতাম সেখানে আমার সিনিয়রও ছিলেন নেহেরা। তিনি আমাকে সেই সময় দেখতে এসেছিলেন। সেই সময় আমি চোট আঘাতে জর্জরিত। তখনই আমাকে একটা বিশেষ পরামর্শ দিয়েছিলেন আশিস নেহেরা। তিনি আমাকে সবসময়ই খুশি থাকতে বলেছিলেন। বলেছিলেন প্রতিটা মুহূর্তে খুশি থাকলেই আমি এগিয়ে যেতে পারব। আর সত্যিই সেই পরামর্শটা আমাকে অত্যন্ত সাহায্য করেছিল”।

এবারের আইপিএলে(IPL) লখনউ সুপার জায়ান্টের অধিনায়কের দায়িত্বে রয়েছেন ঋষভ পন্থ। কিন্তু এখনও পর্যন্ত সেভাবে বড় রান করতে পারেননি তিনি। তবে এবার ইডেন গার্ডেন্সে নামছেন তিনি। সেইসব খারাপ স্মৃতি যে তিনি মনে রাখতে চাননা তা বলাই যায়। এবার সেভাবেই নিজেকে তৈরি করেছেন। এখন শুধুই সাফল্যের খোঁজে রয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।


–

–

–

–

–

–

–

–