ইডেনে লখনউয়ের সমর্থক ম্যাকলরেন, দিমিত্রিরা

শহরের টিম নাইট রাইডার্স(KKR)। ইডেনে খেলা। কিন্তু সেখানেই জেমি(Jamie Maclaren), দিমিদের(Dimitri Petratos) সমর্থণ এদিন ঋষভ পন্থের লখনউ সুপারজায়ান্টসের(LSG) দিকেই। মঙ্গলবার দুপুরে কলকাতা নাইট রাইডার্স যখন ইডেন গার্ডেন্সে লখনউয়ের বিরুদ্ধে নেমেছিল, সেই সময় গ্যালারিতে ঋষভদের জন্য গলা ফাটাতে প্রস্তুত জেমি ম্যাকলরেন, দিমিত্রি পেত্রাতোস, রডরিগেজরা। সোমবার ঋষভ পন্থ তাদের সমর্থণ করে মাঠে গিয়েছিলেন। এদিন ঋষভের সমর্থণে মোহন ফুটবলাররাও মাঠে।

শুধু কি মোহনবাগান(MBSG) ফুটবলাররা। মোহন জনতাও তো এদিন বেশিরভাগ লখনউ সুপার জায়ান্টসেরই সমর্থক ছিলেন। হবে নাইবা কেন। মোহনবাগান সুপারজায়ান্টসের চেয়ারম্যানই যে লখনউয়ের(LSG) কর্ণধার। সঞ্জীব গোয়েঙ্কা যে এখন সবুজ-মেরুণ জনতার কাছে নয়ণের মণি। তাদের প্রিয় দলকে যে তিনি অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। তাই সবুজ মেরুণ সমর্থকরাও এদিন লখনউকেই বেছে নিয়েছিলেন।

সোমবার ঋষভ পন্থ(Rishabh Pant) যুবভারতী গিয়েছিলেন মোহনবাগানকে সমর্থণ করতে। মোহনবাগান জেতার পর তাঁর উচ্ছ্বাসও ছিল দেখার মতো। সেই থেকেই কার্যত লখনউ সুপার জায়ান্টসের ম্যাচে যে মোহনবাগান ফুটবলাররা যাবেন তা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। এদিন ইডেন গার্ডেন্সে ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছবি। মোহনবাগান ফুটবলাররা হাজির ইডেন গার্ডেন্সে।

জেমি ম্যাকলরেন(Jamie Maclaren), দিমিত্রি পেত্রাতোসদের(Dimitri Petratos) সঙ্গে ছিলেন দীপক রাঠি(Deepak Rathi), রডরিগেজরাও। এলএসজির ফ্ল্যাগ নিয়েই এদিন মাঠে বসেছিলেন তারা। সেদিন যুবভারতীতে জেমি, দিমিদের জয়ের উচ্ছ্বাসে গা ভাসিয়েছিলেন লখনউ সুপারজায়ান্টস অধিনায়ক। এদিন ঋষভ পন্থদের জয়ের উচ্ছ্বাসে গা ভাসালেন মোহনবাগান ফুটবলাররা।

সেই ছবি সোশ্যাল মিডিয়াতে আসার পর থেকেই রীতিমত ভাইরাল। মোহনবাগান সমর্থকরাও বেশ উচ্ছ্বসিত। এদিন কেকেআরের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে ২৩৮ রান করেছিলে লখনউ সুপার জায়ান্টস। জবাবে ব্যাট করতে নেমে ২৩৪ রানেই থামতে হয় কলকাতা নাইট রাইডার্সকে। ইডেন থেকে এই পয়েন্টটা যে লখনউ সুপার জায়ান্টসকে অনেকটাই এগিয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না।