Monday, May 19, 2025

ইডেনে নাইটদের বিরুদ্ধে সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ মার্করাম-মার্শের

Date:

Share post:

ঘরের মাঠ। পছন্দের পিচ। কিন্তু সেখানেই চূড়ান্ত ব্যর্থ কলকাতা নাইট রাইডার্সের(KKR) বোলাররা। এদিন লখনউ সুপার জায়ান্টসের(LSG) বিরুদ্ধে কেকেআরের প্রধান অস্ত্র যে দুজন ছিল, তারাই কার্যত মুখ থুবড়ে পড়ল। বরুণ চক্রবর্তী(Varun Chakravarthy) এবং সুনীল নারিন(Sunil Narine)। ম্যাচের আগের দিন এই দুজন স্পিনারকে নিয়েই সবচেয়ে বেশি ভরসার কথা বলেছিলেন নাইট রাইডার্সের অ্যাসিসটেন্ট কোচ ওটিস গিবসন। সেই নারিনকেই এদিন পুরো ওভার বোলিং করাতে পারল না কলকাতা নাইট রাইডার্স।

বরং সেই কেকেআরের(KKR) বিরুদ্ধেই বড়সড় একটা রেকর্ড গড়ে ফেলল লখনউ সুপারজায়ান্টস। এখনও পর্যন্ত চলতি আইপিএলে সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ হল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেই। এডেন মার্করাম(Aiden Markram) ও মিচেল মার্শই(Mitchell Marsh) এখনও পর্যন্ত ২০২৫ সালের আইপিএলে(IPL) সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ তৈরি করেছেন। এদিন নাইট রাইডার্সের বিরুদ্ধে ৯৯ রানের ওপেনিং পার্টনারশিপ করেছেন এই দুই তারকা ব্যাটার।

ঘরের মাঠে দুপুরে খেলা। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত। নাইটদের ভরসা ছিল দুই স্পিনার। কিন্তু সেই দুই স্পিনার মিলিয়েই সাত ওভারে রান দিয়েছেন ৬৯। বরুণ চক্রবর্তী ৪ ওভারে রান দিয়েছেন ৩১। সুনীল নারিন ৩ ওভারে ৩৮ রান দিয়েছেন।

এদিন মাঠে নামার পর থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন এডেন মার্করাম(Aiden Markram)। মিচেল মার্শ(Mitchell Marsh) অবশ্য খানিকটা ধীরে চলো নীতিই নিয়েছিলেন শুরুর দিকে। কিন্তু সময় যত এগোতে থাকে, দুই তারকাই ভয়ঙ্কর হতে শুরু করেন। হর্ষিত রানা থেকে স্পেনসর জনসন। কেউই মাথা তুলে দাঁড়াতে পারেননি তাদের দুজনের সামনে।

এর আগে এবারের আইপিএলে সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ ছিল বিরাট কোহলি ও ফিল সল্টের। ৯৬ রানের পার্টনারশিপ করেছিলেন তারা। সেই রেকর্ডটাই এদিন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ভেঙে দিলেন মার্করাম ও মিচেল মার্শ। তারা তৈরি করলেন ৯৯ রানের ওপেনিং পার্টনারশিপ।

এদিন নাইট বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রান দিয়েছেন হর্ষিত রানা(Harshit Rana)। তিনি খরচ করেছেন ৫১ রান। তারপরই রয়েছেন স্পেনসর জনসন। তিনি ৩ ওভারে একাই দিয়েছেন ৪৬ রান। বোলিং নিয়ে নাইটদের চিন্তা কিন্তু কাটছে না।

spot_img

Related articles

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...

হরপ্রীত ব্রারের দুরন্ত স্পেলেই প্লেঅফ পাকা পঞ্জাব কিংসের

শ্রেয়স আইয়ারের(Shreyas Iyer) বদলে ইমপ্যাক্ট ক্রিকেটার হরপ্রীত ব্রার(Harpreet Brar)। আর সেটাই যে এদিন পঞ্জাব কিংসের(PBKS) মাস্টার স্ট্রোক ছিল...