Monday, August 25, 2025

প্রিয়াংশ আরিয়ার(Priyansh Arya) একটা সেঞ্চুরি ইনিংসই ম্যাচটা কার্যত চেন্নাই সুপার কিংসের(CSK) হাতের বাইরে নিয়ে চলে গিয়েছিল। তরুণ ক্রিকেটার। চেন্নাইয়ের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস। পাথিরানা থেকে অশ্বিন, নূর আহমেদরা, কেউই মাথা তুলে দাঁড়াতে পারেননি এই ব্যাটারের সামনে। পঞ্জাব কিংসের(PBKS) বিরুদ্ধে ২১৯ রানের জবাবে এদিন ব্যাট করতে নেমে ২০১ রানেই থামতে হল চেন্নাই সুপার কিংসকে। আবারও একবার সকলকে হতাশ করলেন ফিনিশার ধোনি(MS Dhoni)। সেইসঙ্গেই একটানা চার ম্যাচে হারল চেন্নাই সুপার কিংস।

টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। এদিন শুরু থেকেই সকলকে চমকে দিয়েছিলেন প্রিয়াংশ(Priyansh Arya)। তাঁর চওড়া ব্যাটে ভর করে প্রথম দশ ওভারের মধ্যেই বড় রানের রাস্তাটা তৈরি করে ফেলেছিল প়ঞ্জাব কিংস। বাকি ব্যাটাররা যদি আরও কিছু রান করতে পারত, তাহলে এদিন  পঞ্জাব ২৫০ রানের গন্ডী টপকে গেলেও অবাক হওয়ার মতো কিছুই থাকত না।

৩৯ বলে সেঞ্চুরি করেন প্রিয়াংশ(Priyansh Arya)। খুব সম্ভবত এটাই বোধহয় এবারের আইপিএলের(IPL) দ্রুততম। শুরু থেকেই তাঁর ব্যাটে ছিল চার, ছয়ের বন্যা। তাঁর ১০৩ রানের ইনিংসটা সাজানো ৭টা চার এবং ৯টা ছয় দিয়ে। যোগ্য সঙ্গত পেলে হয়ত এই রানটা আরও বাড়ত। তবে সেটা হয়নি। তিনি যখন ফেরেন সেই সময় পঞ্জাবের রান ১৫৪। বাকিটা শশাঙ্কের অর্ধশতরানে ভর করে ২১৯ রানে পৌঁছয় পঞ্জাব কিংস(PBKS)।

জবাবে চেন্নাই যে শুরুটা খুব একটা খারাপ করেছিল তাও নয়। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতা এবং ডেভন কনওয়ের রিটায়ার হার্ট নেওয়াটাই যেন টার্নিং পয়েন্ট হয়ে যায়। শেষের দিকে এসে এমএস ধোনি কয়েকটা বড় শট নিলেও, পারেননি তিনি। সকলে যখন ধোনির হাত থেকে ফের একটা ফিনিশিং টাচ দেখতে চাইছে, সেই সময়ই ২৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরে ক্যাপ্টেন কুল। সেইসঙ্গেই একটানা চার ম্যাচে হারল চেন্নাই।

Related articles

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...

এর থেকে বড় খুন আর কোনটা: মৃত পরিযায়ী গোলামের গ্রামে গণমঞ্চ

বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলেছে তার প্রতিবাদ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হয়েছে।...
Exit mobile version