Thursday, December 18, 2025

প্রিয়াংশের দুরন্ত সেঞ্চুরিতে ফের হার চেন্নাইয়ের

Date:

Share post:

প্রিয়াংশ আরিয়ার(Priyansh Arya) একটা সেঞ্চুরি ইনিংসই ম্যাচটা কার্যত চেন্নাই সুপার কিংসের(CSK) হাতের বাইরে নিয়ে চলে গিয়েছিল। তরুণ ক্রিকেটার। চেন্নাইয়ের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস। পাথিরানা থেকে অশ্বিন, নূর আহমেদরা, কেউই মাথা তুলে দাঁড়াতে পারেননি এই ব্যাটারের সামনে। পঞ্জাব কিংসের(PBKS) বিরুদ্ধে ২১৯ রানের জবাবে এদিন ব্যাট করতে নেমে ২০১ রানেই থামতে হল চেন্নাই সুপার কিংসকে। আবারও একবার সকলকে হতাশ করলেন ফিনিশার ধোনি(MS Dhoni)। সেইসঙ্গেই একটানা চার ম্যাচে হারল চেন্নাই সুপার কিংস।

টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। এদিন শুরু থেকেই সকলকে চমকে দিয়েছিলেন প্রিয়াংশ(Priyansh Arya)। তাঁর চওড়া ব্যাটে ভর করে প্রথম দশ ওভারের মধ্যেই বড় রানের রাস্তাটা তৈরি করে ফেলেছিল প়ঞ্জাব কিংস। বাকি ব্যাটাররা যদি আরও কিছু রান করতে পারত, তাহলে এদিন  পঞ্জাব ২৫০ রানের গন্ডী টপকে গেলেও অবাক হওয়ার মতো কিছুই থাকত না।

৩৯ বলে সেঞ্চুরি করেন প্রিয়াংশ(Priyansh Arya)। খুব সম্ভবত এটাই বোধহয় এবারের আইপিএলের(IPL) দ্রুততম। শুরু থেকেই তাঁর ব্যাটে ছিল চার, ছয়ের বন্যা। তাঁর ১০৩ রানের ইনিংসটা সাজানো ৭টা চার এবং ৯টা ছয় দিয়ে। যোগ্য সঙ্গত পেলে হয়ত এই রানটা আরও বাড়ত। তবে সেটা হয়নি। তিনি যখন ফেরেন সেই সময় পঞ্জাবের রান ১৫৪। বাকিটা শশাঙ্কের অর্ধশতরানে ভর করে ২১৯ রানে পৌঁছয় পঞ্জাব কিংস(PBKS)।

জবাবে চেন্নাই যে শুরুটা খুব একটা খারাপ করেছিল তাও নয়। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতা এবং ডেভন কনওয়ের রিটায়ার হার্ট নেওয়াটাই যেন টার্নিং পয়েন্ট হয়ে যায়। শেষের দিকে এসে এমএস ধোনি কয়েকটা বড় শট নিলেও, পারেননি তিনি। সকলে যখন ধোনির হাত থেকে ফের একটা ফিনিশিং টাচ দেখতে চাইছে, সেই সময়ই ২৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরে ক্যাপ্টেন কুল। সেইসঙ্গেই একটানা চার ম্যাচে হারল চেন্নাই।

spot_img

Related articles

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...

২৯ ডিসেম্বরেই দুর্গাঙ্গনের শিলান্যাস, ঘোষণা মুখ্যমন্ত্রীর

২৯ ডিসেম্বর শিলান্যাস হবে দুর্গাঙ্গনের (Durgangan)। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে শিল্প কনক্লেভে মঞ্চ থেকেই শিলান্যাস অনুষ্ঠানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...

মেদিনীপুর-বর্ধমান ম্যাচ ড্র, জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য হাওড়া-হুগলির

বেঙ্গল সুপার লিগের(Bengal Super League) ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল এফসি মেদিনীপুর এবং বর্ধমান ব্লাস্টার্স। দুই দলই জয়েই ফিরতে...

চাকরি বাতিলের প্রতিবাদে পাহাড়ে বিক্ষোভ: বন্ধ স্কুল, অচলাবস্থা কাটাতে বৈঠক অনীতের

বুধবার পাহাড়ে নিয়োগ মামলায় ৩১৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি বিশ্বজিৎ বসু। তারপরেই...