Tuesday, November 11, 2025

সুপ্রিম কোর্টে বড় জয় রাজ্যের, সুপার নিউমেরারি মামলায় সিবিআই তদন্ত খারিজ

Date:

অতিরিক্ত শূন্যপদ বা সুপার নিউমেরারি মামলায় বড় জয় পেল রাজ্য সরকার। মঙ্গলবার সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের আবেদন খারিজ করে দিল। এদিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ তাদের পর্যবেক্ষণ জানিয়েছে, ক্যাবিনেটের কোনও সিদ্ধান্তে সিবিআই তদন্তের নির্দেশ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বিরোধী।

সুপার নিউমেরারি মামলায় প্রধান বিচারপতি বলেন, রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্ত বৈধ কি না, সেটা ঠিক করবে কোনও একটি কেন্দ্রীয় এজেন্সি? এটাই কি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো? এটা সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বিরোধী। তাই এই মামলার কোন যৌক্তিকতা নেই। কার্যত তিনি এদিন কলকাতা হাইকোর্টের রায় খারিজ করে দেন। কারণ ওই রায়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিঘ্নিত হতে পারে। এর ফলে সুপারনিউমেরারি মামলায় সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেল রাজ্য।

২০২২ সালের মে মাসে রাজ্য সরকার মন্ত্রিসভার বৈঠকে প্রায় ৬ হাজার সুপারনিউমেরারি পোস্ট বা অতিরিক্ত শূন‍্যপদ তৈরি করেছিল। সেই অতিরিক্ত পদ সৃষ্টি নিয়ে মামলা হয় হাইকোর্টে। প্রশ্ন তোলা হয় অযোগ্য প্রার্থীদের সুযোগ করে দিতেই সুপার নিউমেরারি পোস্ট তৈরি করেছিল রাজ্য সরকার। হাইকোর্ট সেখানে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের নির্দেশ দেয়। এরপর সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট সেই রায়ে স্থগিতাদেশ দেয়। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ হাইকোর্টের রায় খারিজ করে দেয়। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, মন্ত্রিসভার সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত হলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিঘ্নিত হতে পারে। ফলে এই মামলায় সিবিআই বা কোনও কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত করা যাবে না।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version