Monday, November 10, 2025

সুপ্রিম কোর্টে বড় জয় রাজ্যের, সুপার নিউমেরারি মামলায় সিবিআই তদন্ত খারিজ

Date:

অতিরিক্ত শূন্যপদ বা সুপার নিউমেরারি মামলায় বড় জয় পেল রাজ্য সরকার। মঙ্গলবার সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের আবেদন খারিজ করে দিল। এদিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ তাদের পর্যবেক্ষণ জানিয়েছে, ক্যাবিনেটের কোনও সিদ্ধান্তে সিবিআই তদন্তের নির্দেশ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বিরোধী।

সুপার নিউমেরারি মামলায় প্রধান বিচারপতি বলেন, রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্ত বৈধ কি না, সেটা ঠিক করবে কোনও একটি কেন্দ্রীয় এজেন্সি? এটাই কি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো? এটা সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বিরোধী। তাই এই মামলার কোন যৌক্তিকতা নেই। কার্যত তিনি এদিন কলকাতা হাইকোর্টের রায় খারিজ করে দেন। কারণ ওই রায়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিঘ্নিত হতে পারে। এর ফলে সুপারনিউমেরারি মামলায় সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেল রাজ্য।

২০২২ সালের মে মাসে রাজ্য সরকার মন্ত্রিসভার বৈঠকে প্রায় ৬ হাজার সুপারনিউমেরারি পোস্ট বা অতিরিক্ত শূন‍্যপদ তৈরি করেছিল। সেই অতিরিক্ত পদ সৃষ্টি নিয়ে মামলা হয় হাইকোর্টে। প্রশ্ন তোলা হয় অযোগ্য প্রার্থীদের সুযোগ করে দিতেই সুপার নিউমেরারি পোস্ট তৈরি করেছিল রাজ্য সরকার। হাইকোর্ট সেখানে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের নির্দেশ দেয়। এরপর সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট সেই রায়ে স্থগিতাদেশ দেয়। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ হাইকোর্টের রায় খারিজ করে দেয়। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, মন্ত্রিসভার সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত হলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিঘ্নিত হতে পারে। ফলে এই মামলায় সিবিআই বা কোনও কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত করা যাবে না।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version