Sunday, November 2, 2025

যত কান্ড যেন ইডেনের পিচে। মঙ্গলবার ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স(KKR)। দুই ইনিংস মিলিয়ে ৪৫০-এরও বেশি রান উঠল। মাত্র চার রানে হেরেছে নাইট বাহিনী। কিন্তু ম্যাচ শেষেই পিচ নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane)। সরাসরি না বললেও, মন মতো পিচ যে তারা পাননি সেই কথা বলতে কোনওরকম দ্বিধা করেননি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। বিশেষ করে স্পিনাররা চূড়ান্ত ব্যর্থ হয়েছে নাইট রাইডার্সের(KKR)। আর সেটার জন্য পিচকেই বেশি করে দুষছেন রাহানে।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসেই রাহানের(Ajinkya Rahane) মুখে ছিল পিচের কথা। খানিকটা ইঙ্গিতপূর্ণ কথাই তিনি বলেছেন। পিচ নিয়ে প্রশ্ন যেতেই রাহানের সাফ জবাব, “আমি পিচ নিয়ে কিছু বলব না”, আবারও সমালোচনা শুরু হয়ে যাবে। নাম না করলেও তিনি যে ইডেন গার্ডেন্সের পিচ কিউরেটরের দিকেই নিশানা করেছেন তা বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে এই পিচ থেকে যে নাইট রাইডার্সের স্পিনাররা কোনওরকম সুবিধা পাননি সেই কথাও শোনা গিয়েছে রাহানের গলা থেকে। অর্থাৎ কেকেআর(KKR) যে স্পিন সহায়ক পিচই চেয়েছিল তা একপ্রকার স্পষ্ট।

ম্যাচ শেষে অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane) আরও জানিয়েছেন, “সবার প্রথম আমি যে কথাটা সকলের কাছে পরিস্কার করে দিতে চাই তা হল এই পিচ থেকে আমাদের স্পিনাররা কোনওরকম সুবিধা পাননি”।
আইপিএলের শুরু থেকেই ইডেনের পিচ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। পিচ কিউরেটরের দিকে অভিযোগের আঙুল তুলেছিল নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট।

এবারের আইপিএলে(IPL) নাইটদের বোলিংয়ে প্রধান অস্ত্র যে স্পিনাররা তা বলার অপেক্ষা রাখে না। স্বভাবতই সেই মতোই যে পিচ নাইট শিবির চাইছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ঘরের মাঠের অ্যাডভান্টেজ না পাওয়া নিয়েই বারবার কথা শোনা যাচ্ছে নাইট শিবির থেকে।

লখনউ সুপার জায়ান্টসের(LSG) বিরুদ্ধে ঘরের মাঠে হেরে খানিকটা হলেও চাপ বেড়েছে নাইট রাইডার্সের ওপর। এবার সামনে চেন্নাই সুপার কিংস। বুধবারই চেন্নাইয়ের উদ্দেশে রওনা দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। ধোনিদের বিরুদ্ধে জয়ের স্মরণীতে ফিরতে পারে কিনা সেটাই দেখার।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version