Wednesday, December 17, 2025

নাম না করেও ইডেনের পিচ কিউরেটরকেই নিশানা রাহানের

Date:

Share post:

যত কান্ড যেন ইডেনের পিচে। মঙ্গলবার ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স(KKR)। দুই ইনিংস মিলিয়ে ৪৫০-এরও বেশি রান উঠল। মাত্র চার রানে হেরেছে নাইট বাহিনী। কিন্তু ম্যাচ শেষেই পিচ নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane)। সরাসরি না বললেও, মন মতো পিচ যে তারা পাননি সেই কথা বলতে কোনওরকম দ্বিধা করেননি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। বিশেষ করে স্পিনাররা চূড়ান্ত ব্যর্থ হয়েছে নাইট রাইডার্সের(KKR)। আর সেটার জন্য পিচকেই বেশি করে দুষছেন রাহানে।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসেই রাহানের(Ajinkya Rahane) মুখে ছিল পিচের কথা। খানিকটা ইঙ্গিতপূর্ণ কথাই তিনি বলেছেন। পিচ নিয়ে প্রশ্ন যেতেই রাহানের সাফ জবাব, “আমি পিচ নিয়ে কিছু বলব না”, আবারও সমালোচনা শুরু হয়ে যাবে। নাম না করলেও তিনি যে ইডেন গার্ডেন্সের পিচ কিউরেটরের দিকেই নিশানা করেছেন তা বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে এই পিচ থেকে যে নাইট রাইডার্সের স্পিনাররা কোনওরকম সুবিধা পাননি সেই কথাও শোনা গিয়েছে রাহানের গলা থেকে। অর্থাৎ কেকেআর(KKR) যে স্পিন সহায়ক পিচই চেয়েছিল তা একপ্রকার স্পষ্ট।

ম্যাচ শেষে অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane) আরও জানিয়েছেন, “সবার প্রথম আমি যে কথাটা সকলের কাছে পরিস্কার করে দিতে চাই তা হল এই পিচ থেকে আমাদের স্পিনাররা কোনওরকম সুবিধা পাননি”।
আইপিএলের শুরু থেকেই ইডেনের পিচ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। পিচ কিউরেটরের দিকে অভিযোগের আঙুল তুলেছিল নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট।

এবারের আইপিএলে(IPL) নাইটদের বোলিংয়ে প্রধান অস্ত্র যে স্পিনাররা তা বলার অপেক্ষা রাখে না। স্বভাবতই সেই মতোই যে পিচ নাইট শিবির চাইছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ঘরের মাঠের অ্যাডভান্টেজ না পাওয়া নিয়েই বারবার কথা শোনা যাচ্ছে নাইট শিবির থেকে।

লখনউ সুপার জায়ান্টসের(LSG) বিরুদ্ধে ঘরের মাঠে হেরে খানিকটা হলেও চাপ বেড়েছে নাইট রাইডার্সের ওপর। এবার সামনে চেন্নাই সুপার কিংস। বুধবারই চেন্নাইয়ের উদ্দেশে রওনা দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। ধোনিদের বিরুদ্ধে জয়ের স্মরণীতে ফিরতে পারে কিনা সেটাই দেখার।

spot_img

Related articles

ফুটেজ না দেখা পর্যন্ত মন্তব্য নয়! কীর্তি ইস্যুতে কড়া অবস্থান অভিষেকের

সংসদের ভিতরে ই-সিগারেট ব্যবহারের অভিযোগ ঘিরে বিতর্ক। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর সংসদে এই অভিযোগ...

গিলের চোট নিয়ে উদ্বেগ, দূষণের জেরে নির্ধারিত সময়ে শুরু হল না ম্যাচ

চোট কাটিয়ে ফিরেছিলেন। কিন্ত চতুর্থ টি২০ ম্যাচের আগের ফের চোটের করলে পড়লেন শুভমান গিল(Subhaman Gill)। লখনউতে ম্যাচের আগে...

একাধিক অভিযোগে কাঁথি পুরবোর্ডকে শোকজ! সাত দিনের সময় বেঁধে দিল রাজ্য

বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক অস্বস্তি কাঁথি পুরসভায়। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর কাঁথি পুরবোর্ডকে শোকজ করায় জেলাজুড়ে শুরু...

কয়েকজনের আদিখ্যেতায় মেসি-ফ্যানরা নিরাশ: ক্ষুব্ধ অভিষেক, নিশানা বিরোধীদেরও

কয়েকজনের আচার আচরণ, আদিখ্যেতায় যুবভারতীতে মেসির অনুষ্ঠানে গোলমাল হয়েছে। তবে, যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষমা...