Tuesday, November 4, 2025

লালবাজারে আটক বিজেপির আট বিধায়ক, রাজনৈতিক চিত্রনাট্য কটাক্ষ কুণালের

Date:

এসএসসিতে চাকরিহারা শিক্ষক সমাজকে নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি হতাশার মার্কেটিং চালাচ্ছে, এমনটা অভিযোগ করেছিলেন খোদ চাকরিহারা শিক্ষকরা। সেই মন্তব্যকে সত্যি প্রমাণিত করেই বুধবার বিজেপির রাজনৈতিক লালবাজার অভিযান। তাকে ঘিরে ধস্তাধস্তি, আটক। দীর্ঘক্ষণের এই বিজেপির নাটককে রাজনৈতিক চিত্রনাট্য বলে কটাক্ষ শাসকদলের।

যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ ও চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে এসএসসির চাকরিহারা শিক্ষকরা রাজ্যের বেশ কিছু জায়গায় অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করে। পুলিশের উপর পরিকল্পিত আক্রমণ চালানো হয়। পাল্টা পুলিশ লাঠিচার্জ করলে তা নিয়ে রাজনীতিতে নামে বিজেপি। রাতারাতি লালবাজারের সামনে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে শামিল হন বিজেপি বিধায়ক শংকর ঘোষ, অগ্নিমিত্রা পালসহ কয়েকজন।

বিজেপি বিধায়কদের বিনা প্ররোচনায় লালবাজারে কলকাতা পুলিশের দফতরের বাইরে হাঙ্গামায় তাঁদেরকে আটক করতে বাধ্য হয় পুলিশ। সাত বিধায়ক আটক হওয়ার পরে আবার বিজেপি বিধায়ক অশোক দিণ্ডা সেখানে হাজির হয়ে অশান্তি তৈরি চেষ্টা করেন। তাঁকেও আটক করা হয়।

শিক্ষক সমাজের স্পর্শকাতর সমস্যায় বিজেপির এই কর্মসূচিকে তীব্র কটাক্ষ তৃণমূলের। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, এই বিষয়টি স্পর্শকাতর। সুপ্রিম কোর্টে ন্যায় বিচার পাননি শিক্ষক শিক্ষিকারা। এই পরিস্থিতিতে আইনি পথে ও শিক্ষকদের নিরাপদ রাখার প্রক্রিয়া চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে রাজনৈতিক চিত্রনাট্য তৈরি করে গন্ডগোল তৈরি করা। ভাঙো, ঢোকো, পুলিশকে মারো। তারপর পুলিশ যখন অ্যাকশন নেবে তখন নাটক শুরু করো।

আরও পড়ুন – জঙ্গিপুরের অশান্তি নিয়ে বিজেপির মিথ্যাচারের পাল্টা দিলেন দেবাংশু

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version