Wednesday, August 20, 2025

লালবাজারে আটক বিজেপির আট বিধায়ক, রাজনৈতিক চিত্রনাট্য কটাক্ষ কুণালের

Date:

এসএসসিতে চাকরিহারা শিক্ষক সমাজকে নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি হতাশার মার্কেটিং চালাচ্ছে, এমনটা অভিযোগ করেছিলেন খোদ চাকরিহারা শিক্ষকরা। সেই মন্তব্যকে সত্যি প্রমাণিত করেই বুধবার বিজেপির রাজনৈতিক লালবাজার অভিযান। তাকে ঘিরে ধস্তাধস্তি, আটক। দীর্ঘক্ষণের এই বিজেপির নাটককে রাজনৈতিক চিত্রনাট্য বলে কটাক্ষ শাসকদলের।

যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ ও চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে এসএসসির চাকরিহারা শিক্ষকরা রাজ্যের বেশ কিছু জায়গায় অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করে। পুলিশের উপর পরিকল্পিত আক্রমণ চালানো হয়। পাল্টা পুলিশ লাঠিচার্জ করলে তা নিয়ে রাজনীতিতে নামে বিজেপি। রাতারাতি লালবাজারের সামনে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে শামিল হন বিজেপি বিধায়ক শংকর ঘোষ, অগ্নিমিত্রা পালসহ কয়েকজন।

বিজেপি বিধায়কদের বিনা প্ররোচনায় লালবাজারে কলকাতা পুলিশের দফতরের বাইরে হাঙ্গামায় তাঁদেরকে আটক করতে বাধ্য হয় পুলিশ। সাত বিধায়ক আটক হওয়ার পরে আবার বিজেপি বিধায়ক অশোক দিণ্ডা সেখানে হাজির হয়ে অশান্তি তৈরি চেষ্টা করেন। তাঁকেও আটক করা হয়।

শিক্ষক সমাজের স্পর্শকাতর সমস্যায় বিজেপির এই কর্মসূচিকে তীব্র কটাক্ষ তৃণমূলের। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, এই বিষয়টি স্পর্শকাতর। সুপ্রিম কোর্টে ন্যায় বিচার পাননি শিক্ষক শিক্ষিকারা। এই পরিস্থিতিতে আইনি পথে ও শিক্ষকদের নিরাপদ রাখার প্রক্রিয়া চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে রাজনৈতিক চিত্রনাট্য তৈরি করে গন্ডগোল তৈরি করা। ভাঙো, ঢোকো, পুলিশকে মারো। তারপর পুলিশ যখন অ্যাকশন নেবে তখন নাটক শুরু করো।

আরও পড়ুন – জঙ্গিপুরের অশান্তি নিয়ে বিজেপির মিথ্যাচারের পাল্টা দিলেন দেবাংশু

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version