Tuesday, November 11, 2025

প্ররোচনায় পা দেবেন না: সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষায় দায়িত্ব নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

ওয়াকফ সংশোধনী আইনের (WAQF Amendment Act) প্রতিবাদে গোটা দেশ জুড়ে প্রতিবাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ। এই পরিস্থিতিতে বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সংযত থাকার বার্তা মুখ্যমন্ত্রীর। রাজনৈতিক প্ররোচনায় (provocation) পা না দিয়ে বিশ্বাস রাখার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের জঙ্গিপুরে মঙ্গলবার বিক্ষোভ ঘিরে অশান্তির পরিবেশ তৈরি হয়। স্থানীয় বিধায়ক জাকির হোসেনকে (Jaikr Hossain) পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় রাজ্যের তরফে। তবে এবার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে আবেদনে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী।

বুধবার একটি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, ওয়াকফ (WAQF) নিয়ে বাংলায় এমন কিছু হবে না যাতে ভেদাভেদের রাজনীতি হয়। শুধু রাজ্যের মুখ্যমন্ত্রীর (Chief Minister) উপর আশ্বাস রাখার বার্তা দেন তিনি। এই প্রসঙ্গেই ভারত-বাংলাদেশ সীমান্তের অস্থিরতার কথা বলেন তিনি।

ইতিহাস স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী বলেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে কেন্দ্রের বিভেদমূলক রাজনীতি চলতে থাকলেও বাংলায় সেই রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হয়নি। বাংলার ৩৩ শতাংশ সংখ্যালঘুকে রক্ষা করেছে বাংলার প্রশাসন। স্বাধীনতার পরবর্তী সময়ে যে কাঁটা তারের বেড়া হয়েছিল সেই অনুযায়ী মানুষকে রক্ষা করা তাঁর দায়িত্ব, বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যেই ওয়াকফ আইনের (WAQF Amendment Act) জেরে বিভিন্ন রাজনৈতিক দল উস্কানির রাজনীতি করছে। সে কথা স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজনৈতিক দলগুলির উস্কানিতে পা দেবেন না। অনেকেই আপনাদের প্ররোচনা (provocative) দিয়ে বলবে জমায়েত করে বিক্ষোভ দেখান। আমি অনুরোধ করব আস্থা রাখুন (keep faith)। যতক্ষণ দিদি আছেন আপনাদের জীবন ও সম্পত্তি রক্ষা করার দায়িত্ব তাঁর।

তিনি আবেদন করেন, বিশ্বাস হারাবেন না। আসুন আমরা বিশ্বাস রাখি। আমরা একচোট থাকলে আমরা সবকিছু জয় করতে পারি।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version