Thursday, November 13, 2025

 

আবারও প্যারোলে মুক্ত ধর্ষক রাম রহিম। বলাই যায় যে, এই ধর্ষককে হরিয়ানা সরকার জেলের থেকে বাইরে রাখতেই বেশি পছন্দ করে। তাই ফের ২১ দিনের জন্য তাকে জেলের বাইরে রাখার অনুমতি দিল হরিয়ানা সরকার। চলতি বছরের জানুয়ারি মাসেই ৩০ দিনের জন্য রাম রহিম প্যারোলে মুক্তি পেয়েছিলেন। পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সাল থেকে এখনও পর্যন্ত মোট ৩২৬ দিন জেলের বাইরে ছিলেন রাম রহিম।

২টি ধর্ষণ ও নিজের ম্যানেজারকে খুনের দায়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিম। নিজের ডেরায় দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে রাম রহিমকে কুড়ি বছরের কারাদণ্ড দিয়েছিল হরিয়ানার পঞ্চকুলা আদালত। এই ঘটনার কথা প্রকাশ্যে আনার জন্য খুন হতে হয় এক সাংবাদিককে। সেই খুনের ঘটনায় আরও তিনজনের সঙ্গে দোষী সাব্যস্ত হয়েছেন রাম রহিম। এছাড়াও ২০০২ সালে ডেরার ম্যানেজার রঞ্জিত সিংকে খুনের ঘটনায় দোষীর তালিকায় রয়েছে তাঁর নাম।

অথচ জেলে যাওয়ার পর থেকে লাগাতার প্যারোলে মুক্তি পাচ্ছেন এহেন অপরাধী। তাঁকে রাজার হালে রেখেছে বিজেপি সরকার। যা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। বিরোধী শিবিরের তরফে অভিযোগ তোলা হচ্ছে, রাম রহিমের বিরাট ভক্তকুলের কথা ভেবে রাজনৈতিক ফায়দা তুলতেই বারবার তাঁকে জেল থেকে মুক্তি দেওয়া হচ্ছে। তবে বিতর্ক উঠলেও রাম রহিমের প্যারোলে ছাড়া পাওয়ার ঘটনায় কোনও প্রভাব পড়ছে না। উল্লেখ্য, গত বছর সব মিলিয়ে তিনবার প্যারোলে মুক্তি পেয়েছিলেন রাম রহিম।

Related articles

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...

আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

বিস্ফোরক তথ্য। আধার-কার্ডকে শিখণ্ডী করে ভোটার তালিকা থেকে নাম বাদের ফন্দি চলছে। নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যারা...

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...

লাদাখে চালু হল বিশ্বের সর্বোচ্চ বিমানঘাঁটি

১৩,৭০০ ফুট উচ্চতা নিয়ে বিশ্বের সেরা সামরিক বিমানঘাঁটি তৈরী হল এবার লাদাখে। লাদাখের চাংথাং নিওমা বিমানঘাঁটি বুধবার বায়ুসেনা...
Exit mobile version