Thursday, November 13, 2025

চ্যাম্পিয়ন হবে মোহনবাগান, সাফ বার্তা সত্যজিৎ চট্টোপাধ্যায়ের

Date:

আগামী ১২ এপ্রিল আইএসএলের(ISL) ফাইনালে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নামছে মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এবারের ফাইনাল ঘরের মাঠে খেলতে নামবে মোহনবাগান। ফাইনালের মঞ্চে নিজেদের সমর্থকদের সামনে এবং নিজেদের মাঠে খেলতে নামাটা মোহনবাগানের ফুটবলারদের আত্মবিশ্বাসী আগে থেকেই অনেকটা বাড়িয়ে দিচ্ছে বলে মনে করছেন সবুজ-মেরুনের ঘরের ছেলে সত্যজিৎ চট্টোপাধ্যায়(Satyajit Chatterjee)। তাঁর মতে ঘরের সমর্থকদের সামনে খেলতে পারাটা দলকে অনেকটাই সাহায্য করবে।

সত্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “ঘরের মাঠে ফাইনাল খেলতে পারাটা সবসময়ই একটা অ্যাডভান্টেজ। আবারও খানিকটা চাপও থাকবে। তবে এটাকে অ্যাডভান্টেজ হিসাবেই নিতে হবে। মোহনবাগানের এত সমর্থক, তাদের ভালবাসা রয়েছে। আমার মনে হচ্ছে মোহনবাগানই অনেকটাই এগিয়ে রয়েছে”।

শনিবারের যুবভারতী(Yuvabharati Stadium) কানায় ভর্তি হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। শোনাযাচ্ছে ইতিমধ্যে নাকি প্রথম পর্বের সব টিকিট বিক্রিও হয়ে গিয়েছে। মাঠে নামার জন্য প্রস্তুতি তুঙ্গে রয়েছে মোহনবাগান(MBSG) কোচ হোসে মোলিনারও(Jose Molina)। কারণ প্রতিপক্ষ শিবিরে রয়েছেন সুনীল ছেত্রীর মতো তারকা ফুটবলার। কিন্তু প্রাক্তন তারকা সত্যজিৎ চট্টোপাধ্যায় কিন্তু সুনীল ছেত্রীকে(Sunil Chetri) খুব একটা পাত্তা দিতে নারাজ। তাঁর মতে সুনীলকে নিয়ে মোহনবাগানের কোনও সমস্যাই নাকি থাকবে না। মোহনবাগানই চ্যাম্পিয়ন হওয়ার দাবীদার, বলছেন সত্যজিৎ।

তিনি বলছেন, “সুনীল প্রতিপক্ষ শিবিরে রয়েছেন ঠিকই,কিন্তু সেটা বড়সড় কোনও প্রভাব ফেলবে না। আমার মনে হচ্ছে এবার মোহনবাগানই চ্যাম্পিয়ন হবে। মোহনবাগানই চ্যাম্পিয়ন হওয়ার সবচেয়ে বড় দাবীদার”।

সেমিফাইনালে জামশেদপুর এফসিকে হারিয়ে ফাইনালে উঠেছে মোহনবাগান। কিন্তু সেই ম্যাচে বহু সুযোগ নষ্ট করেছিল মোহনহবাগান। সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করছে। হোসে মোলিনা অবশ্য এসব ভাবতে একেবারেই নারাজ ছিলেন। সুযোগ নষ্ট করাটাকে তিনি কোনওরকম সমস্যা মানতেই চাননি। সেই একই সুরে এবার কথা বলতে শোনা গেল সত্যজিৎ চট্টোপাধ্যায়কেও।

তিনি জানিয়েছেন, “সুযোগ নষ্ট অবশ্যই হচ্ছে। কিন্তু সেখানে একটা ইতিবাচক দিকও রয়েছে। যে ভাল খেলে সুযোগ তো চারাই অনেক বেশি তৈরি করে। গত ম্যাচে সুযোগ নষ্ট হয়েছে জামশেদপুর অতিরক্ষণাত্মক ছক সাজিয়েছিল বলে। এটা কোনওরকম সমস্যাই নয়। আমার মনে হয় এই ম্যাচে মোহনহাগান চ্যাম্পিয়ন হওয়ার দিকে অনেকটাই এগিয়ে রয়েছে”।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version