মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত জীবন তুলে প্রশ্ন, বিতর্কের জেরে পোস্ট মুছলেন মার্কণ্ডেয় কার্ৎজু

মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে পোস্ট করা সুপ্রিম কোর্টের বিতর্কিত বিচারপতি মার্কণ্ডেয় কার্ৎজু (Markandey Katju on Mamata Banerjee) সমালোচনার জেরে বাধ্য হয়ে নিজের পোস্ট ডিলিট করলেন। বুধবার সন্ধ্যা থেকেই আলোচনার শিরোনামে চলে আসেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন কার্ৎজু। প্রতিবাদ জানিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)রাতেই পালটা লেখেন, ‘এটা যদি সত্যিই এই ব্যক্তির বক্তব্য হয় এবং তিনি যদি ক্ষমা চেয়ে ডিলিট না করেন, তাহলে ইনি যে পদেই থেকে থাকুন, বাংলায় পা রেখেছেন খবর পেলে সামনে গিয়ে ঠাটিয়ে এক থাপ্পড় মারব!’এরপরই বৃহস্পতিবার বেলার দিকে দেখা যায় বিচারপতির পোস্টটি ভ্যানিশ।গত পাঁচ বছর ধরে একপ্রকার নিয়ম করে তিনি এই কাজ করে চলেছেন। প্রতিবারই কাটজু ফেসবুকে বিতর্কিত পোস্ট করেন এবং যথারীতি নিন্দার ঝড় উঠলেই তিনি সেই পোস্ট মুছে দিয়ে পিছু হটেন। সেই ধারাবাহিকতা বজায় রাখলেন এবারও।

বিতর্ক মার্কণ্ডেয় কার্ৎজুর কাছে নতুন নয়।প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার বড় পদে থাকাকালীনও বেশ কয়েকটি বিতর্কে জড়িয়েছিলেন ৭৮ বছর বয়সি ওই প্রাক্তন বিচারপতি। এর আগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী এবং বাঙালিদের জড়িয়ে সমাজমাধ্যমে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন।এবারে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করে দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দলের সমালোচনার মুখে পড়লেন তিনি।