Saturday, August 23, 2025

ছেলেরা পারেনি। কিন্তু করে দেখাল ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড(Eastbengal womens)। মহিলাদের ফুটবলে ভারতসেরা ইস্টবেঙ্গল। এদিন কল্যাণী স্টেডিয়ামে ওড়িশা এফসির(ODISHA FC) বিরুদ্ধে নেমেছিল ইস্টবেঙ্গল। জিততে পারলেই চ্যাম্পিয়নের মুকুট উঠবে তাদের মাথায়। হাড্ডহাড্ডি লড়াইয়ের পর সেটাই হল। ওড়িশা এসিকে ১-০ গোলে হারিয়ে আইডব্লুএল(IWL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল(Eastbengal Womens) মহিলা ফুটবল দল। সেইসঙ্গে ইতিহাসও গড়লেন তারা। মহিলাদের হাত ধরেই দীর্ঘদিন পর ভারতের শীর্ষ লিগের ট্রফি ঢুকল ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে।

এখনও একটা ম্যাচ অবশ্য বাকি রয়েছে ইস্টবেঙ্গলের। কিন্তু এই ম্যাচ জেতার পর সেটা এখন নেহাতই নিয়মরক্ষার। এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। কল্যাণী স্টেডিয়ামে এদিন শুরু থেকেই লড়াইটা ছিল হাড্ডহাড্ডি। প্রথমার্ধে কোনও পক্ষ গোলও করতে পারেনি।

যদিও ইস্টবেঙ্গলকে গোল পেতে দ্বিতীয়ার্ধে খুব একটা বেশি অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ৬৭ মিনিটে সৌম্যার(Soumya) গোল। আর তাতেই জয় নিশ্চিত ইস্টবেঙ্গল মহিলা ব্রিগেডের। এরপরই সিআরসেভেনের স্টাইলে সেলিব্রেশন। সেইসঙ্গেই ভারত সেরার তকমা পান্থোই, সুইটি দেবীদের(Sweety Devi)।

এই ম্যাচ জয়ের পর ইস্টবেঙ্গলের(Eastbengal womens) পয়েন্ট এখন ৩৪। ১৩টি ম্যাচের মধ্যে ১১টি জয় এবং একটিতে ড্র। এখনও অবশ্য একটা ম্যাচ বাকি রয়েছে তাদের। পরের ম্যাচে গোলুকামের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। যদিও সেই ম্যাচে গোকুলাম জিতলেও কিছু হবে না। ৩৪ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন এখন ইস্টবেঙ্গল। ২০০৩ মরসুমে শেষবার ইস্টবেঙ্গল জাতীয় লিগ জিতেছিল। কিন্তু এরপর ভারতের শীর্র লিগ জেতেনি তারা। এই প্রথমবার ভারতের শীর্ষলিগ সেই মেয়েদের হাত ধরেই এল ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে।

Related articles

চলন্ত বাইকে চূড়ান্ত রোমান্স যুগলের! দিতে হল চড়া মাশুল

চলন্ত বাইকে (Bike) যুবক ও যুবতীর রোমান্স যা হার মানাবে বড় বড় বলিউড সিনেমাকে। একে অপরকে জড়িয়ে বাইকের...

রাজ্যে ভোটার তালিকা সংশোধনী, বুথ পুনর্বিন্যাসে বৈঠকে ডাক সব রাজনৈতিক দলকে

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী ঘিরে প্রস্তুতিতে নেমেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বুথের পুনর্বিন্যাস করা হয়েছে। এবার সেই...

আইন কলেজ গণধর্ষণে ৫৮ দিনে চার্জশিট পেশ: নাম মনোজিৎ-সহ চারজনের

কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায়...

ভালো শুরু করেও প্রথমার্ধে পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি

সেই আলাদিন আজারের(Aladdin Ajaraie) ম্যাজিকেই পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ফাইনালে বাংলার দল হিসাবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নেমেছিল ডায়মন্ডহারবার...
Exit mobile version