Wednesday, August 20, 2025

এসএসসি-র রায়ে চক্রান্ত! বিজেপির আগুন লাগানো-রাজনীতিতে পা না দেওয়ার বার্তা অভিষেকের

Date:

বিজেপির পক্ষপাতিত্ব ও ভেদাভেদের রাজনীতির ছায়া বাংলা জুড়ে। কোথাও চক্রান্ত করে বাংলার মানুষের পেটে লাথি মারার পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের, কোথাও ধর্মের রাজনীতিতে প্রাণে মারার রাজনীতি। সুপ্রিম কোর্টে এসএসসি-র (SSC) রায়ে সেই একই ধারাবাহিকতা স্পষ্ট, দাবি তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। যে রাজনৈতিক দল অল্প সংখ্যক মানুষের ভুলে শাস্তি সবাইকে দেয়, তাদের ভেদাভেদের রাজনীতিতে (divisive politics) পা না দেওয়ার বার্তা দিলেন অভিষেক।

ঠিক যেভাবে কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনা করে বাংলার মানুষকে ভাতে মারার পথে গিয়েছে কেন্দ্রের মোদি সরকার, একই প্রতিফলন সুপ্রিম কোর্টের এসএসসি চাকরি বাতিলের রায়ে, স্পষ্ট করে দেন অভিষেক। এর ধারাবাহিক ব্যাখ্যা দিয়ে অভিষেক বলেন, এই যে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়। আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি। মর্যাদা দিই। বিশ্বাস করি যে বিচার ব্যবস্থা মাথা নত করেনি। বিচার ব্যবস্থা নিরপেক্ষ। কিন্তু কোনও রায় (judgement) যদি আমার পছন্দ না হয়, সেই রায়কে সমালোচনা করার অধিকার প্রত্যেকটা নাগরিককে ভারতের সংবিধান দিয়েছে। এই রায়ের (judgement) মাধ্যমে বিজেপির বৈমাত্রিক সুলভ আচরণ ও বাংলার মানুষের প্রতি ধারাবাহিক বৈমাত্রিসুলভ আচরণ ও মানসিকতা তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি।

কোথায় এই রায় বিজেপির ধারাবাহিকতা রক্ষা করেছে, তা বর্ণনা করতে গিয়ে অভিষেক বলেন, প্রায় ৫৯ লক্ষ জবকার্ড (job card) হোল্ডার। ১০ জন, ১২ জন ভুল করেছে। ৬০ লক্ষ গরীব মানুষের টাকা বন্ধ। অন্যদিকে বাড়ির ক্ষেত্রে কোথাও সরকারের কাছে কোনও অভিযোগে সরকার তৎক্ষণাৎ তদন্ত করেছে। এক হাজার জনও যদি ভুল করে থাকে তার শাস্তি সেই এক হাজার জনকেই দিতে হবে। আপনি এক হাজার জনের জন্য ১৭ লক্ষ লোকের বাড়ি আটকে রাখতে পারেন না।

এখানেই আদালতের রায় প্রসঙ্গে তৃণমূল সর্বভারতীয় সম্পাদকের দাবি, যদি অযোগ্য (tainted) কেউ চাকরি পেয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক, তদন্ত হোক, তাকে শ্রীঘরে পাঠান, তার চাকরি যাক, তাকে টাকা ফেরৎ দেওয়া করান। কিন্তু কিছু অযোগ্য (tainted) লোকের জন্য আপনি প্রায় ১৬-১৭ হাজার যোগ্যদের (untainted) চাকরি কেড়ে নিতে পারেন না। আমি এখানে বিজেপির ধারাবাহিকতা দেখছি। যে একজন ভুল করেছে, পুরোটা বাতিল করে দাও। একজন পৃথক বা পাঁচজন পৃথক যদি ভুল করে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। কিন্তু পাঁচজনের ভুলে শাস্তি আপনি পাঁচ হাজার লোককে দেবেন।

সেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিজেপির চক্রান্তে পা না দেওয়ার আবেদন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একমাত্র সেই পথেই রাজ্য সরকারের উপর আস্থা রাখার আবেদন জানিয়ে তাঁর বার্তা, রাজনৈতিকভাবে উন্নয়নের পরিসংখ্যানের মোকাবিলা না করতে পেরে ধর্মের নামে ভেদাভেদ করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। সকলকে অনুরোধ করব, বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে, আমাদের এলাকার শান্তি-শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে বজায় থাকে আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। কেউ কেউ চায় বাংলায় যাতে আগুন জ্বলে। কেউ কেউ চায় বাংলার টাকা আটকে দিয়ে বাংলাকে ভাতে মারতে, বাংলাকে পেটে মারতে। আমাদের সরকার থাকার দিন পর্যন্ত বাংলার একটা মানুষকে ভাতে মারার বা পেটে মারার দুঃসাহস কেন্দ্রের সরকারে দেখাতে পারবে না আপনাদের দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি।

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version