Saturday, July 5, 2025

চেন্নাইকে হারিয়ে স্পিনারদেরই কৃতিত্ব অজিঙ্ক রাহানের

Date:

Share post:

চেন্নাই সুপার কিংসের(CSK) ঘরের মাঠে তাদের বিরুদ্ধে জয়। কলকাতা নাইট রাইডার্সের(KKR) স্পিনাররা দুরন্ত পারফরম্যান্স করেছিলেন এই ম্যাচে। ম্যাচ শেষে তাদেরকেই প্রশংসায় ভরিয়ে দিলেন কলকাতা নাইট রাইডার্স(KKR) অধিনায়ক অজিঙ্ক রাহানে(Ajinkya Rhane)। একইসঙ্গে নিজেদের প্ল্যানিং নিয়ে খানিকটা মুখ খুললেও, পুরোটা কিন্তু জানাননি। কারণ সামনে আরও অনেক ম্যাচ রয়েছে। তার আগে নিজেদের প্ল্যানিংকে গোপনই রাখতে চাইছেন নাঠ শিবিরের অধিনায়ক।

সুনীল নারিন(Sunil Narine), বরুণ চক্রবর্তী(Varun Chakravarthy) থেকে মোঈন আলি(Moeen Ali)। এই তিন স্পিনার মিলেই ছয় উইকেট তুলে নিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের। কার্যত তাদের জন্যই যে ধোনিদের বিরুদ্ধে এই বিরাট সাফল্য তা বলতে কোনও দ্বিধা নেই কলকাতা নাইট রাইডার্সের(kkr) অধিনায়ক। সেইসঙ্গে এখানে খেলার অভিজ্ঞতা তো তাদের সাহায্য করেইছিল। বিশেষ করে ব্রাভো, মোঈনদের থেকে নানান টিপস পাওয়া গিয়েছিল এই পিচ থেকে।

ম্যাচ জয়ের পর রাহানে(Ajinkya Rahane) জানিয়েছেন, “আমাদের পরিকল্পনা তৈরি ছিল। এখানে শেষ দুটো বছর আমি খেলেছি। আমারই মতো মোঈনও। ডোয়েন ব্রাভোও এখানকার কন্ডিশন নিয়ে বেশ ওয়াকিবহাল। উইকেট খানিকটা স্লো ছিল। বল মাঝেমধ্যেই ব্যাটে আসছিল না। তবে সমস্ত কৃতিত্বই স্পিনারদের। পরিকল্পনাটাও এদিন ভাল কাজ করেছে”।

টস জিতে এদিন বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane)। ধোনি থেকে বাকি ক্রিকেটাররা, তাদের সকলের জন্যই পরিকল্পনা প্রস্তুত রেখেছিলেন তারা। কিন্তু কী পরিকল্পনা ছিল তা নিয়ে খানিকটা গোপনীয়তাই বজায় রাখতে চান এই অজিঙ্ক রাহানে। কারণ সামনে আরও ম্যাচ রয়েছে। নাইট রাইডার্স এবার স্পিন নির্ভর ক্রিকেট খেলছে। সেখানেই স্পিনারদের নিয়ে পরিকল্পনা এখনই বলে দিলে, ভবিষ্যতে সমস্যা হতেই পারে। চেন্নাইকে হারিয়ে এখন অনেকটাই স্বস্তি নাইট(KKR) শিবিরে। পরবর্তী ম্যাচে জিতে শহরে ফিরতে পারে কিনা তারা সেটাই দেখার।

spot_img

Related articles

উত্তর কলকাতায় বাড়ি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

শুক্রবারের বৃষ্টিভেজা সন্ধ্যায় শহর কলকাতায় জোড়া রহস্যমৃত্যু। উত্তর কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট থানা (Amherst Street Police Station) এলাকার এক...

খড়্গপুরের প্রহৃত বামনেতার বিরুদ্ধেই ‘শ্লীলতাহানি’র অভিযোগ বেবির, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অনিলের স্ত্রীর

খড়্গপুরের বাম নেতা অনিল দাস (Anil Das) ওরফে ভীমবাবুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুমকি দিলেন আইনজীবী ললিত...

ভোটের আগে ফের বিজেপির ডেইলি প্যাসেঞ্জারি ট্রেন্ড, ১৮ জুলাই রাজ্যে মোদি

বিধানসভা নির্বাচন (WB Assembly Election) যত এগিয়ে আসবে ততই এ রাজ্যে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়বে -...

কাটোয়ায় বিস্ফোরণ! উড়ে গেল বাড়ির চাল, মৃত ১

শুক্রবার সন্ধ্যায় কাটোয়ার পরিত্যক্ত বাড়িতে হঠাৎ বিস্ফোরণ। ভেঙে পড়ে বাড়ির দেওয়াল, উড়ে যায় চাল। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে...