Saturday, August 23, 2025

মানসিকভাবে যারা এগিয়ে থাকবে, তারাই জিতবেঃ সুব্রত ভট্টাচার্য

Date:

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে মেগা ডুয়েলে মুখোমুখি মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) ও বেঙ্গালুরু এফসি(BFC)। উত্তেজনরা পারদ তুঙ্গে। সেইসঙ্গে সকলের প্রশ্ন মোহনবাগান এবার পারবে তো। আসলে গতবারের খারাপ স্মৃতিটাই যে বারবার মাথায় ঘুরছে সকলের। এমন পরিস্থিতিতেই এবার মুখ খুললেন মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্য(Subrata Bhattachariya)। তাঁর মতে মাঠের থেকেই এই খেলা অনেক বেশি মানসিকতার। মানসিকভাবে যে দল এগিয়ে থাকবে তারাই এবার চ্যাম্পিয়ন হবে।

সুব্রত ভট্টাচার্য জানাচ্ছিলেন, “এই ধরনের খেলাটা সম্পূর্ণটাই নির্ভর করে মানসিকতার ওপর। যে দল মানসিকভাবে এগিয়ে থাকবে তারাই জিতবে। কারণ দুটো দলেই ভালো ফুটবলাররা রয়েছেন। সেইজন্য মানসিক চাপটা প্রতিপক্ষের ওপর যে বেশি তৈরি করবে সেই সাফল্য পাবে”।

একদিকে তিনি মোহববাগানের(MBSG) ঘরের ছেলে। সেই মোহনবাগান ফাইনালে নামছে। আবার অন্যদিকে বেঙ্গালুরু এফসিতে রয়েছে তাঁরই জামাই। স্বভাবতই প্রশ্ন তো উঠবেন, সুব্রত ভট্টাচার্য(Subrata Bhattachariya) কাকে সাপোর্ট করবেন। তবে তিনও প্রস্তুত। পক্ষপাতিত্ব নয়। সুব্রতের সোজা সাপ্টা উত্তর।

তিনি জানিয়েছেন, “না এসব জিনিসের কোনও মূল্য আমার কাছে নেই। আমার একটাই মত। যে দল ভালো খেলবে তারাই জিতবে”।

শেষ মুহূর্তের প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। শোনাযাচ্ছে প্রথম একাদশে নাকি এই ম্যাচে কয়েকটা বদল আসতে পারে। জেমি ম্যাকলরেনের(Jamie Maclaren) সঙ্গে দিমিত্রি পেত্রাতোসকে(Dimitri Petratos) খেলানোর একটা ভাবনা রয়েছে হোসে মোলিনার। যদিও পরিস্থিতি অনুয়ায়ী শেষ মুহূর্তেই চূড়ান্ত প্রস্তুতি নেবেন তিনি।

গতবার এই ফাইনালেই শেষরক্ষা করতে পারেনি মোহনবাগান। এবার যুবভারতীর রং ফের সবুজ-মেরুন হয় কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version