চৈত্রের অস্বাভাবিক গরমের মাঝেই বৃহস্পতিবার থেকে কালবৈশাখীর ঘনঘটায় দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ কিছুটা নিম্নমুখী। যদিও গরম থেকে রেহাই মিলবে না এখনই। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে, শনিবার কলকাতা-সহ জেলায় জেলায় হবে বজ্রপাত সহবৃষ্টি। বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান-সহ ৯ জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত দুর্যোগ চলবে। উইকেন্ডে বৃষ্টি বাড়বে উত্তরেও।

পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণেই বাংলায় ঝড় বৃষ্টির পরিস্থিতি। আজ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কালবৈশাখী হতে পারে। বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। কলকাতা, হাওড়া, হুগলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। আগামী কয়েকদিনে তাপমাত্রায় খুব একটা বড়সড় পরিবর্তন দেখা যাবে না। শনি – রবিবার উত্তরের পাঁচ জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

–

–



–


–

–

–

–
–

–

–