শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে অক্ষয় তৃতীয়ার আকর্ষণীয় অফার, প্রেস প্রিভিউতে হাজির ঋতুপর্ণা

শুভ অক্ষয় তৃতীয়া অফারটি ১৫ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কলকাতার (গড়িয়াহাট, বেহালা ও বারাসত) এবং ২২ এপ্রিল থেকে ৩ মে ত্রিপুরার (আগরতলা, ধর্মনগর ও উদয়পুর) সব কটি শোরুমেই চলবে।

বাংলা নববর্ষের (Bengali New Year) প্রথম দিন থেকে অক্ষয় তৃতীয়ার শুভ লগ্ন পর্যন্ত বঙ্গজীবনে সোনার কেনার আগ্রহ বাড়তেই থাকে। বৈশাখ মানেই বিয়ের মরসুম, আবার অক্ষয় তৃতীয়া দিনটিকে অত্যন্ত শুভ হিসেবে গণ্য করা হয়। অফুরান সুখ সমৃদ্ধি প্রাপ্তির দিনে আশায় কেউ পয়লা বৈশাখ কেউ আবার অক্ষয় তৃতীয়ায় নিজের সামর্থ্য মতো সোনা রুপো কিনে ঘরে আনতে চায়। মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত প্রত্যেকের কথা মাথায় রেখে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar Co Jewellers) নিয়ে এলো এক্সক্লুসিভ কালেকশন আর দারুণ আকর্ষণীয় অফার। অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে প্রেস প্রিভিউ-তে উপস্থিত ছিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী- ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত (Indranil Sengupta) ও সংস্থার ডিরেক্টর অর্পিতা সাহা এবং রূপক সাহা (Rupak Saha)। ‘পুরাতন’ সিনেমার অভিনেত্রী ঋতুপর্ণা বলেন , “শ্যাম সুন্দর কোং জুয়েলার্স সবসময় আমার নিজস্ব স্টোর । আমার এবং আমার মায়ের অধিকাংশ জুয়েলারি এখান থেকেই নেওয়া l আমার মায়ের ট্র্যাডিশনাল জুয়েলারি সাথে শক্তিরূপেনী কালেকশন খুব পছন্দ ছিলো, আর আমার সব সময়ের পছন্দের হলো শ্যাম সুন্দরের নিজের তৈরি এক্সক্লুসিভ আদি-কৃতি, বিষ্ণুপুর এবং সমুদ্র কালেকশন।”শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সমস্ত গ্রাহক বন্ধুদের শুভ নববর্ষ ও অক্ষয় তৃতীয়ার (Akshay Tritiya) অনেক শুভেচ্ছা জানান প্রখ্যাত অভিনেতা ইন্দ্রনীল। আগামী ১৫ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত প্রতি কেনাকেটার সঙ্গে থাকছে নিশ্চিত উপহার। সোনার গয়নার প্রতি গ্রামে ৪১০ টাকা ছাড়। হিরের গয়নার মজুরিতে ১০০ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা।

বাঙালি জীবনে অক্ষয় তৃতীয়া দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পুরাণ ঘাঁটলে দেখা যায়, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি আসলে সুখ প্রদানকারী এক লগ্ন।মহাভারত অনুসারে, এই দিনে যখন পাণ্ডবরা বনবাসের উদ্দেশ্যে যাত্রা করছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর হাতে অক্ষয় পাত্র তুলে দিয়েছিলেন। এই অক্ষয় পাত্র কখনও খালি হত না। তা সবসময়ই খাবারে পব়িপূর্ণ হয়ে যেত। কিংবদন্তি অনুসারে, এই দিনেই মুনি বেদব্যাস গণেশকে মহাভারত বলতে শুরু করেন আর সেই শুনে গণেশ মহাভারত মহাকাব্য লিখতে শুরু করেন। শোনা যায়, অক্ষয় তৃতীয়ার দিনেই রাজা ভগীরথের তপস্যায় তুষ্ট হয়ে গঙ্গা মর্ত্যে নেমে এসেছিলেন। আবার এই দিনেই মা অন্নপূর্ণারও জন্ম হয়। এমনকী অক্ষয় তৃতীয়ায় কুবেরের লক্ষ্মীলাভ হওয়ায় এদিন বৈভব ও লক্ষ্মীর পুজো করা হয়। সাধারণ জনমানুষেও এই বিশ্বাস যে এই দিনে কিছু কিনলে তা অক্ষয় হয়ে থাকে। তাই এই শুভ লগ্নে সোনা বা হিরে কেনাকাটার থেকে ভালো আর কিই বা হতে পারে। সেই ভাবনাকে মাথায় রেখেই শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে উদযাপিত হচ্ছে শুভ পয়লা বৈশাখ ও শুভ অক্ষয় তৃতীয়া অফার। সোনায় সোহাগা (সোনা ও হিরের গয়না কেনাকাটার জন্য স্পেশাল ডিসকাউন্ট স্কিম) ও পুরোনো সোনার গয়না দিয়ে নতুন গয়না কেনার সুযোগও থাকছে। মেগা ড্রোতে জিতে নিতে পারেন তিনটি স্কুটি। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর ডিরেক্টর রূপক সাহা বলেন, “প্রকৃতির অক্ষয় সম্পদে আমরা সবাই ধনী। অক্ষয় তৃতীয়ার পূণ্য দিনে সবাই মিলে চাইবো আমাদের প্রকৃতি সহ সব সম্পদ অক্ষয় থাকুক। তাহলেই আমাদের জীবনে সত্যিকারের সমৃদ্ধি ও শান্তি আসবে।আমরা সবাই জানি, সোনা খুবই শুভ ধাতু । তাই এরকম শুভ দিনে সোনা কিনে তার উজ্জ্বল ছটা আমাদের জীবনে, পরিবারে পব়িপূর্ণ করতে সকলেই চাই। এতে সৌভাগ্য ও সমৃদ্ধি আসে।” এবছর অক্ষয় তৃতীয়ায় হিরে ও সোনার নতুন নতুন কালেকশনে আমাদের শোরুম ঝলঝল করছে। এছাড়া প্রতিবছরের মতো প্রচুর উপহার ও অফারও থাকছে। -জানালেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর আরেক ডিরেক্টর অর্পিতা সাহা। শুভ অক্ষয় তৃতীয়া অফারটি ১৫ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কলকাতার (গড়িয়াহাট, বেহালা ও বারাসত) এবং ২২ এপ্রিল থেকে ৩ মে ত্রিপুরার (আগরতলা, ধর্মনগর ও উদয়পুর) সব কটি শোরুমেই চলবে। সব ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রহণ করা হবে। এছাড়া এই সময় সব শোরুমই পূর্ণ দিবস খোলা থাকবে।