Friday, November 7, 2025

ওয়াকফ আইন বাংলায় লাগু হবে না: শান্তির আবেদন জানিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

ওয়াকফ আইন বাংলার শাসক দল সমর্থন করে না তা আগেই জানিয়েছিল। এই আইনের বেশ কিছু জায়গায় আপত্তি রয়েছে রাজ্যের শাসকদলের, স্পষ্ট বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তা সত্ত্বেও সেই আইনকে নিয়ে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন বাংলায় লাগু হবে না ওয়াকফ সংশোধনী আইন (WAQF Amendment Act)। সেই সঙ্গে অশান্তিতে উস্কানি দেওয়ায় দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শান্তি বজায় রাখার আবেদন করে মুখ্যমন্ত্রী (Chief Minister) এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “সবার কাছে আবেদন সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। ধর্মের নামে কোনো অ-ধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান, রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন।

এরপরই এই আইন নিয়ে কেন্দ্র ও রাজ্যের তফাৎ তুলে ধরে তিনি বলেন, মনে রাখবেন, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার (Central Government) করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে। আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি – আমরা এই আইনকে (WAQF Amendment Act) সমর্থন করিনা। এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না। তাহলে দাঙ্গা কিসের?

তবে অশান্তি ছড়ালে যে প্রশাসন কাউকে রেয়াত করবে না, তা মনে করিয়ে মুখ্যমন্ত্রী (Chief Minister) বলেন, আরো মনে রাখবেন, দাঙ্গায় যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেবো। কোনো হিংসাত্মক কার্যকলাপকে আমরা প্রশ্রয় দিই না। কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন। তাদের প্ররোচনায় পা দেবেন না। আমি মনে করি, ধর্ম মানে মানবিকতা, সহৃদয়তা, সভ্যতা ও সম্প্রীতি। সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন – এই আমার আবেদন।”

ওয়াকফ আইন নিয়ে অশান্তিতে সুতি, সামশেরগঞ্জ এখন থমথমে। বন্ধ ইন্টারনেট (internet)। জারি হয়েছে ১৬৩ ধারা। শান্তি ফেরাতে সবরকম পদক্ষেপ করছে পুলিশ। তার মধ্যেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version